Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৮ সেপ্টেম্বর ২০২১ ই-পেপার

রণবীরের হাত ধরে বলিউডে

শ্রাবন্তী চক্রবর্তী
মুম্বই ০৭ জুলাই ২০১৭ ০০:০০
অন্যা-আদর

অন্যা-আদর

রাজ কপূরের দৌহিত্র আদর জৈন আসছেন বলিউডে। বৃহস্পতিবার মুম্বইয়ে সংবাদমাধ্যমের সামনে তাঁর আবির্ভাব ঘটল রণবীর ‘ভাইয়া’র হাত ধরে। রণবীরের পিসি রিমা জৈনের ছেলে আদর। তাঁকে দেখা যাবে পরিচালক হাবিব ফয়জলের নতুন ছবিতে। বিপরীতে নবাগতা অন্যা সিংহ। তাঁকে পরিচয় করিয়ে দিলেন অনুষ্কা শর্মা।

নস্ট্যালজিয়ায় ডুবে গিয়ে রণবীর কপূর বললেন, ‘‘মাঝে মাঝে ভাবি, আমাদের পরিবারের সকলেই কেন অভিনেতা! আদর ছোটবেলা থেকেই আমার বড় ফ্যান। আমাকে রণবীর ‘ভাইয়া’ বলে ডাকত। আজই দেখছি আমাকে রণবীর বলে ডাকছে।’’ হাসির রেশ দেখা গেল রণবীরের মুখে। ফিরে দেখলেন, নিজের জার্নির শুরুটাও। বললেন, ‘‘সেই ১০ বছর আগের কথা মনে পড়ছে আজ। পরিচালক সঞ্জয় লীলা ভংসালী আমাকে আর সোনম কপূরকে সকলের সামনে নিয়ে এসেছিলেন। আমি ভীষণ ভয়ে ভয়ে ছিলাম সে দিন। চারপাশে এত ক্যামেরা, এত লোকজন!’’

এক জন অভিনেতা হিসেবে আদরকে কী উপদেশ দেবেন রণবীর? বললেন, ‘‘নিজের পথ নিজেকেই তৈরি করতে হয়। সাফল্য-ব্যর্থতা আসতেই থাকবে। মনে রাখতে হবে, পড়ে না গেলে উঠতে পারা যায় না। আমার প্রথম ছবি ‘সাঁওয়ারিয়া’ ফ্লপ করেছিল।’’ আশঙ্কা নিয়ে এটা-ও বললেন, ‘‘নেপোটিজম সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে হবে আদরকে।’’ ভাইয়ের প্রশংসায় রণবীর বলেন, ‘‘আদর খুব ভাল গিটার ও ড্রাম বাজায়। আমার চেয়েও ভাল ফুটবল খেলে।’’ এর আগে পরিচালক ফারহা খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ আর ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ কর্ণ জোহরের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আদর। ‘অ্যায় দিল’-এর পরদার পিছনের মজার গল্প ফাঁস করলেন রণবীর। বললেন, ‘‘ঐশ্বর্যার সংলাপগুলো আদর বলত। আর ওকে সামনে রেখে অভিনয় প্র্যাকটিস করতাম।’’

Advertisement

নায়িকা অন্যা সিংহ আবার রণবীর সিংহের বড় ফ্যান। অনুষ্কা জানালেন, মঞ্চের বাইরেই অন্যার সঙ্গে দেখা হয়েছিল রণবীর সিংহের। এবং রণবীর অন্যাকে ‘বেটা’ বলে সম্বোধন করেন।

দুই নতুন মুখকে একসঙ্গে দেখার জন্য দর্শকের এখন অধীর অপেক্ষা!Tags:
Aadar Jain Ranbir Kapoor Yash Raj Films Actor Bollywood Movieআদর জৈনঅন্যা সিংহ Anya Singhরণবীর কপূররাজ কপূর

আরও পড়ুন

More from My Kolkata
Advertisement