Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Rangabati

‘রঙ্গবতী’ প্রমাণ করে দিল বাংলা গানও দেড়শো মিলিয়নের কাছাকাছি পৌঁছতে পারে: শিবপ্রসাদ

কী ভাবছেন গানের অন্যতম শিল্পী ইমন চক্রবর্তী? অবশ্যই ভীষণ খুশি তিনি। আন্তরিক ধন্যবাদ জানালেন গানের সুরকার ও শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়কে।

শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং  ইমন চক্রবর্তী।

শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং ইমন চক্রবর্তী।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ১৭:৩৭
Share: Save:

বছর শেষে ‘গোত্র’-র মুকুটে নয়া পালক। ২০২০-র সেরা গানের সম্মান পেল ‘রঙ্গবতী’। সম্মান জানাল ‘এফএএফডিএ ২০২০’। একটা বছর ধরে ছবির এই গান দর্শক-শ্রোতাকে ভরপুর বিনোদন দিয়ে সম্প্রতি ছুঁয়েছে ১৫০ মিলিয়ন ভিউয়ার্সকে।

কী ভাবছেন গানের অন্যতম শিল্পী ইমন চক্রবর্তী? অবশ্যই ভীষণ খুশি তিনি। আন্তরিক ধন্যবাদ জানালেন গানের সুরকার ও শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়কে। ‘গোত্র’ ছবির পরিচালকজুটি নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়কেও। যাঁদের সঙ্গে করা সমস্ত কাজ প্রতি বার মাইলস্টোন ছুঁয়েছে।

জানালেন, ‘‘যে কোনও জনপ্রিয় গান আবার গাওয়া যথেষ্ট চ্যালেঞ্জের। এই সম্মান আমাকে সেই চ্যালেঞ্জ পেরোনর স্বীকৃতি দিল। আমার গাওয়া ‘রঙ্গবতী’ও যে দর্শক-শ্রোতার মনে ছাপ রাখল, এটাই আনন্দের।’’

আরও পড়ুন: মায়ের গর্ভেই টুম্পার প্রেমে পড়ছে ভাবী প্রজন্ম: সুমনা দাস

শিবপ্রসাদ এই খবর প্রথম জানলেন আনন্দবাজার ডিজিটালের কাছ থেকে। খুশির রেশ তাঁর কথাতেও, ‘‘রঙ্গবতী’ এমন একটা গান যা প্রমাণ করে দিল বাংলা গানও দেড়শো মিলিয়নের কাছাকাছি পৌঁছতে পারে। যা সচরাচর হিন্দি বা দক্ষিণী ছবির গানের ক্ষেত্রে ঘটে থাকে। এই সম্মান আরও এক বার আশা জাগালো, কোনও একটি বছর শুধুই খারাপ ফল দিয়ে শেষ হতে পারে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE