বলিউডের অন্যতম কৃতী অভিনেত্রী তিনি। নব্বইয়ের দশক থেকে চুটিয়ে কাজ করেছেন হিন্দি ছবিতে। অভিনেত্রী হিসাবে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন বিভিন্ন ঘরানার ছবিতে। রোম্যান্টিক কমেডি হোক বা অ্যাকশন-ক্রাইম— সবেতেই সাবলীল রানি মুখোপাধ্যায়। ২০১৪ সালে যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। যদিও তাঁর আগে লম্বা সময় প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। প্রায় ১২ বছরের দাম্পত্যজীবন। তবে ক্যামেরার সামনে তেমন দেখা যায় না আদিত্যকে। স্ত্রীকে নাকি কোনও উপহার দেন না ভারতের পয়লা নম্বর প্রযোজক।
সম্প্রতি ‘দি কপিল শর্মা শো’য়ে নিজের আসন্ন ছবি ‘মর্দানি ৩’-এর প্রচারে গিয়েছিলেন রানি। সেখানেই আদিত্যের সঙ্গে তাঁর দাম্পত্যজীবনের কিছু কথা প্রকাশ্যে আনেন। স্বভাবের দিক থেকে প্রচারবিমুখ তাঁর প্রযোজক স্বামী আদিত্য চোপড়া। বলিউডের অভিজাত পরিবারের সন্তান, দীর্ঘ তাঁর কর্মজীবন। কিন্তু অন্য তারকাদের মতো আলোকচিত্রীদের সামনে আসতে একেবারেই পছন্দ করেন না আদিত্য। বরং বরাবর তাঁদের এড়িয়েই চলেন তিনি। ছবি তোলানো একেবারেই পছন্দ নয় তাঁর। বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে রানিকে প্রশ্ন করা হয়েছিল ক্যামেরার সামনে আদিত্যের কম আসার বিষয়টি নিয়ে। অভিনেত্রী জানান, তাঁর স্বামী আলোকচিত্রীদের সামনে নয়, তাঁর ফোনের ক্যামেরায় ছবি তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এ বার রানি জানালেন, তাঁর স্বামীর বিয়ের পর থেকে উপহার দেওয়া বন্ধ করে দিয়েছেন। রানির কথায়, ‘‘আদিত্য বিয়ের আগে অনেক উপহার দিত। কিন্তু আমি আবার অনুভূতি লুকিয়ে রাখতে পারি না। সব কিছু ধরা পড়ে যায় মুখে। আসলে আমার খুব একটা হঠাৎ উপহার পছন্দ নয়। আদি তাই উপহার দেওয়া বন্ধ করে দিয়েছে।’’