সকাল থেকে তোড়জোড়। বুধবার বিকালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে পৌঁছোন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের গল্ফ ক্লাব রো়ডের বাড়িতে। তুঁতে রঙের পাঞ্জাবিতে তৃণমূল ‘সেনাপতি’ অভিষেককে নিজের বাড়িতে স্বাগত জানান প্রবীণ অভিনেতা। সঙ্গে ছিলেন অভিনেতার স্ত্রী দীপা মল্লিক। কী কথা হল তাঁদের?
এ দিন অভিষেকের সঙ্গে ছিলেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ও। কত ক্ষণ ছিলেন তাঁরা? আনন্দবাজার ডট কমের তরফে যোগাযোগ করা হয় অভিনেতার সঙ্গে। তিনি বলেন, “ঘণ্টাখানেক মতো ছিলেন ওঁরা। মূলত, গত ১৫ বছরে কী কাজ হয়েছে না হয়েছে সে সব নিয়ে আলোচনা হয়েছে। এমনিই সাধারণ কথাবার্তাও হয়েছে।”
স্বাস্থ্যসচেতন অভিষেককে কী খাওয়ানো হল মল্লিকবাড়িতে? রঞ্জিত যোগ করেন, “কিচ্ছু খাননি। খালি অর্ধেক কাপ দুধ চা খেয়েছে। ব্যস, এ টুকুই।” তা হলে আগামী দিনে কি প্রবীণ অভিনেতাকে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে রাজনীতির ময়দানে? সেই ভাবনা সরাসরি নাকচ করেন অভিনেতা। রঞ্জিত বলেন, “সে সব নিয়ে কোনও আলোচনা হয়নি। তবে সিনেমা নিয়ে কথা হয়েছে।”
সাত বছর বয়সে অভিনেতার ছবি ‘গুরুদক্ষিণা’ দেখেছিলেন অভিষেক। প্রবীণ অভিনেতা যোগ করেন, “সিনেমা নিয়ে অনেক আলোচনা হল। খুব ভাল ছেলে। আমার থেকে অনেকটাই ছোট। ও যখন ছবি দেখা শুরু করেছে, তখন আমি অভিনয় প্রায় ছেড়ে দিয়েছি। তবে বলেছে আমার অনেক ছবি দেখেছে।” সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক নিজেও জানান, অভিনেতা রঞ্জিত মল্লিক তাঁর কতটা পছন্দের।