মাথায় স্কার্ফ। চোখে-মুখে ‘নো মেক-আপ’।
পাশে দাঁড়িয়ে রয়েছেন যিনি, তাঁর চেহারাও একেবারে সাধারণ। দু’জনের পোশাকও একেবারে সাদামাটা। অন্তত রূপোলি পর্দায় এমন সাজ চট করে চোখে পড়ে না। চিনতে পারছেন ওঁদের?
রণবীর সিংহ আর আলিয়া ভট্ট। হ্যাঁ, এমন ‘ডি-গ্ল্যাম’ বা নো মেক-আপ লুকেই নতুন ছবির শুটিং করছেন দুই তারকা। হঠাৎ করে দেখলে কিন্তু, দু’জনকে সত্যিই চেনা দায়!
বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
রবিবারই জোয়া আখতারের নতুন ছবি ‘গাল্লি বয়’-এর শুটিং শুরু কথা জানিয়েছিলেন রণবীর ও আলিয়া। প্রথম দিনের শুটিং ফ্লোরের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন অভিনেতারা।