রণবীর সিংহের উত্তেজনা এখন আকাশ ছুঁয়েছে! প্রথমত ‘কপিল দেব’-এর জুতোয় পা গলিয়েছেন। কয়েক মুহূর্তের জন্যে হলেও ভারতীয় ক্রিকেট দলের ঐতিহাসিক মুহূ্র্তকে নিজের মধ্যে আষ্টেপৃষ্টে জড়িয়ে রাখতে পেরেছেন। ছবি মুক্তির আগে থেকেই স্ক্রিনিংয়ে প্রশংসা কুড়িয়েছেন। বলি তারকার উত্তেজনা প্রকাশভঙ্গিতে চমকে উঠেছেন ভক্তরা।
সেই রণবীরই খোদ কপিল দেবের মুখোমুখি! অতঃপর? কপিলকে দেখে জাপটে ধরে চুম্বন!
বুধবার বিশেষ কয়েক জনকে নিয়ে ছবিটি দেখানোর বন্দোবস্ত করেছিলেন ‘৮৩’-র নির্মাতারা। রেড কার্পেটে বাস্তব ও পর্দার কপিল একে অপরকে দেখে এগিয়ে যান। মুখোমুখি হতেই রণবীর প্রথমে ক্রিকেটারকে জড়িয়ে ধরেন। তার পরে ছবি তোলার ফাঁকেই একে অপরের গালে চুমু।