দুর্ব্যবহার করেছিলেন রণবীর সিংহ। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। সম্প্রতি এক পডকাস্টে এই অভিজ্ঞতার কথা জানালেন এক বর্ষীয়ান সাংবাদিক।
বলিউডে ১৫ বছর কাটিয়ে ফেলেছেন রণবীর। নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছেন। খারাপ অভিজ্ঞতাও রয়েছে। ‘বাজিরাও মস্তানি’ ছবির সময়ে অভিনেতার সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন বর্ষীয়ান সাংবাদিক। সেই সময়ে মেজাজ ভাল ছিল না রণবীরের। অনবরত দুর্ব্যবহার করতে থাকেন তিনি। সাংবাদিক বলেন, “কোনও একটা কারণে রণবীরের মেজাজ খারাপ ছিল। আমার সঙ্গেও খারাপ ব্যবহার করছিলেন। দীপিকা সচেতন ভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। আমি প্রথমে ভেবেছিলাম, আমি বড়। রণবীরের এই ব্যবহার ক্ষমা করে দেওয়াই যায়। কিন্তু উনি থামছিলেন না।” অবশেষে সাক্ষাৎকারের পরিকল্পনা বাতিল করতে হয়।
আরও পড়ুন:
সাংবাদিক সেই দিন রণবীরকে বলেছিলেন, “আপনার যা বয়স, তার চেয়ে আমার কাজের অভিজ্ঞতা বেশি। বহু তারকাকে দেখেছি, তাঁরা এসেছেন এবং আবার হারিয়ে গিয়েছেন। কিন্তু আজ যা হল, আমি মনে রাখব। তবে আজকের জন্য আমি আপনার ছবির অকারণ সমালোচনা করব না। ছবি ভাল হলে প্রশংসাই করব।”
যদিও এই ঘটনার জন্য পরে দুঃখপ্রকাশ করেছিলেন রণবীর। সাংবাদিক বলেছেন, “ওই ঘটনার পর থেকে যত বার দেখা হয়েছে, ওঁর চোখের দিকে তাকিয়েছি, কিন্তু কথা বলিনি। কিন্তু উনি নিজেই একদিন এসে বললেন, ‘ম্যাম, এক বছর আগের ঘটনা। এ বার বাদ দিন।’” তার পরে ফের সব মিটমাট করে নিয়েছিলেন তাঁরা।