আজ তাঁর জন্মদিন। এই বিশেষ দিনটাতে তিনি স্পেশ্যাল। তিনি অর্থাত্ বার্থ ডে বয় রণবীর সিংহ আজ ৩১ বছরে পা দিলেন। সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে মধ্যরাত থেকেই। সঙ্গে কে ছিলেন জানেন?
রণবীরের সঙ্গে ছিলেন দীপিকা পাড়ুকোন। পাপারাত্জিদের ক্যামেরায় ধরাও পড়েছে তাঁদের ছবি। নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার না করলেও রণবীর-দীপিকা যে কোনও একটি বিশেষ সম্পর্ক শেয়ার করেন তা যেন গতকাল রাতেই আরও স্পষ্ট হয়ে গিয়েছে বলি মহলের কাছে।
আরও পড়ুন, ‘বালিকা বধূ’ আনন্দীকে এখন কেমন দেখতে জানেন?
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, কয়েক দিন ধরে বেঙ্গালুরুতে বাবা-মায়ের সঙ্গে থাকছিলেন দীপিকা। চলতি সপ্তাহের শুরুর দিকে তিনি মুম্বই ফেরেন। তড়িঘড়ি নায়িকার মুম্বই ফেরার কারণ এখন সকলের কাছেই পরিষ্কার।
গতকাল গভীর রাতে মুম্বইয়ের একটি বিলাসবহুল রেস্তোরাঁ থেকে বেরোতে দেখা যায় দু’জনকে। প্রেমের কথা প্রকাশ্যে স্বীকার না করলেও এমন কিছু ক্লু দিচ্ছেন এই জুটি যাতে তাঁদের সম্পর্কের বিষয়ে আরও নিশ্চিত হচ্ছে বি-টাউন।
দীপিকা পাড়ুকোন।— ফাইল চিত্র।
আপাতত অপেক্ষা। পরিচালক সঞ্জয় লীলা ভংসালীর ‘পদ্মাবতী’তে এই জুটির অনস্ক্রিন রোম্যান্স দেখার অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা।