সমাজমাধ্যমে ভাইরাল বিজয়-রশ্মিকার ভিডিয়ো। সেখানেই ধরা পড়েছে বিজয়ের উদাসীনতা। চোট লাগা পায়ে একা ক্র্যাচ নিয়ে সিঁড়ি দিয়ে নামছেন রশ্মিকা। পিছন ফিরে তাকালেন না, সাহায্যের জন্য হাত এগিয়ে দেওয়া দূরঅস্ত বরং গটগট করে হেঁটে বেরিয়ে গেলেন। পিছনে পড়ে রইলেন রশ্মিকা। এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সমালোচিত বিজয়। ‘উদাসীন’ থেকে ‘অসংবেদনশীল’, নানা তকমা তাঁকে দিয়েছে নেটপাড়া। এ বার চর্চিত প্রেমিকের হয়ে ময়দানে নামলেন রশ্মিকা মন্দানা।
পায়ে চোট পেয়েছেন রশ্মিকা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। সামনেই তাঁর ‘ছাবা’ ছবির মুক্তি। পায়ে চোট তবে কাজে চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। ‘ছাবা’ ছবির প্রচারে সহ-অভিনেতা ভিকি কৌশলকে সর্ব ক্ষণ দেখা গিয়েছে রশ্মিকাকে হুইল চেয়ারে ঘোরাতে। সর্বদা চোখে চোখে রেখেছেন রশ্মিকাকে। সেখানে বিজয়ের একেবারে উল্টো রূপ। যদিও তাতে খুব একটা অসুবিধে নেই রশ্মিকার। বরং যাঁরা বিজয়কে কটাক্ষ করেছেন তাঁদের উদ্দেশেই ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে লেখেন, ‘‘বর্তমান সময়ে সহানুভূতি খুবই কমে এসেছে। সকলের প্রতি সহানুভূতিশীল হোন।’’
ইতিমধ্যেই দক্ষিণ থেকে বলিউডে নিজের কাজের পরিধি বাড়িয়েছেন বিজয়। শুধু কাজই নয়, তাঁর আকর্ষণীয় ব্যক্তিত্ব নজর কেড়েছে বলি নায়িকাদেরও। সারা আলি খান থেকে অনন্যা পান্ডে— সকলের পছন্দের পুরুষের তালিকায় রয়েছে এই দক্ষিণী অভিনেতার নাম। যদিও ‘অ্যানিম্যাল’-এর সাফল্যের পর কাজের পরিধি কয়েক গুণ বেড়েছে রশ্মিকারও। ইতিমধ্যেই বলিপাড়ায় সলমন খান ও ভিকি কৌশলের নায়িকা তিনি।