Advertisement
E-Paper

বিয়ের প্রস্তুতি শুরু? বিজয়ের মা কি রশ্মিকাকে আশীর্বাদী শাড়ি উপহার দিলেন!

রশ্মিকা তাঁর সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি ভাগ করে নিলেন। অভিনেত্রীর পরনে কাঁচা হলুদ ও গোলাপি রঙের শাড়ি। তার সঙ্গে একেবারে সাবেক সাজ অভিনেত্রীর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ১৩:২৯
Rashmika Mandanna shared some photos in yellow saree and netizens claim it is gifted by Vijay’s mother

বিজয়-রশ্মিকার বিয়ের প্রস্তুতি শুরু? ছবি: সংগৃহীত।

রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডার প্রেম নিয়ে জল্পনার শেষ নেই। বলিউডে তাঁদের সম্পর্ক যেন ‘ওপেন সিক্রেট’। কিন্তু নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন দু’জনেই। বিজয়ের নাম শুনলে রশ্মিকা অভিব্যক্তিতে বুঝিয়ে দেন সবটা। কিন্তু বিজয় নির্বিকার। তবে এই বার অনুরাগীদের নজর এড়াতে পারলেন না ‘অর্জুন রেড্ডি’।

রশ্মিকা তাঁর সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন। অভিনেত্রীর পরনে কাঁচা হলুদ ও গোলাপি রঙের শাড়ি। তার সঙ্গে একেবারে সাবেক সাজ অভিনেত্রীর। এই ছবির সঙ্গে রশ্মিকা লিখেছেন, “এই ছবিতে সব কিছু আমার খুব প্রিয়। শাড়ির রং, গোটা আবহ, এই জায়গাটা এবং যে সুন্দরী মহিলা আমাকে এই শাড়ি উপহার দিয়েছেন, তিনিও আমার খুব প্রিয়। যে ছবিগুলো তুলে দিয়েছে, সেই চিত্রগ্রাহকও আমার খুব প্রিয়। এই ছবির কোনও বিকল্প নেই।”

এই ছবি দেখে অনুরাগীদের চোখে সবটা ধরা প়ড়ে যায়। অনুরাগীরা চেনেন বিজয় দেবরকোন্ডার বাড়ির অন্দরমহল। প্রায়ই এই একই জায়গা থেকে ছবি তুলে সমাজমাধ্যমে ভাগ করে নেন অভিনেতা। তাই তাঁরা নিশ্চিত, এই বাড়ি বিজয়েরই। এমনকি, একই জায়গায় তোলা বিজয়ের ছবি খুঁজে বার করেন তাঁরা। এখানেই শেষ নয়। অনুরাগীদের অনুমান, রশ্মিকা যে সুন্দরী মহিলার কথা উল্লেখ করেছেন, তিনি বিজয়ের মা। এক অনুরাগীর স্পষ্ট মন্তব্য, “বিজয় এই দেওয়ালের সামনে বহু বার ছবি তুলেছেন। আর নিশ্চিত বলতে পারি, এই শাড়ি বিজয়ের মা উপহার দিয়েছেন।”

রশ্মিকার এই ছবি ছড়িয়ে পড়তেই, অনুরাগীরা মনে করছেন, খুব শীঘ্রই বিয়ের সানাই বাজতে চলেছে। হবু পুত্রবধূকে কি আশীর্বাদের শাড়ি উপহার দিলেন বিজয়ের মা? এমন নানা প্রশ্ন উঠছে।

Rashmika Mandanna Vijay Deverakonda
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy