Advertisement
E-Paper

পরদায় ফিরলেন রত্না পাঠক

ফেরত এলেন মায়া সারাভাই। এক সময়ের জনপ্রিয় টেলিভিশন শো ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর দ্বিতীয় সিজন শুরু হয়েছে।মায়া সারাভাই ওরফে রত্না পাঠক শাহ যে কতটা জনপ্রিয় সেটা বলার অপেক্ষা রাখে না। মনীষার (রূপালী গঙ্গোপাধ্যায়) সঙ্গে তার পরদার খুনসুটি তুমুল হিট।

শ্রাবন্তী চক্রবর্তী

শেষ আপডেট: ২২ মে ২০১৭ ১০:০০

ফেরত এলেন মায়া সারাভাই। এক সময়ের জনপ্রিয় টেলিভিশন শো ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর দ্বিতীয় সিজন শুরু হয়েছে।

মায়া সারাভাই ওরফে রত্না পাঠক শাহ যে কতটা জনপ্রিয় সেটা বলার অপেক্ষা রাখে না। মনীষার (রূপালী গঙ্গোপাধ্যায়) সঙ্গে তার পরদার খুনসুটি তুমুল হিট।

কিন্তু প্রায় এক দশক ধরে রত্না ছোট পরদায় অনুপস্থিত। বড় পরদায় অবশ্য তাঁকে আমরা দেখেছি। অনুপস্থিতির কারণটা জানতে চাওয়ায় বললেন, ‘‘সারাভাই’-এর মতো শো আজকাল আর কেউ লেখে না। আমি সেই সব শো করতে ভালবাসি যেখানে গল্প আছে। ইন্টেলিজেন্স আছে। আর সব থেকে বড় হল, বিষয়টা প্রগতিশীল হতে হবে। রাবারব্যান্ডের মতো একটা শো’কে স্ট্রেচ করা অসহ্য লাগে!’’

কিন্তু রত্নার নিজের সঙ্গে মায়া সারাভাইয়ের মিল কতটা?

‘‘আমি মায়ার চরিত্রটা করে খুব খুশি। কিন্তু আমার সঙ্গে মনীষার বেশি মিল আছে। মনীষা পেপার কাপ আরেক বার ধুয়ে ব্যবহার করে। আমি নিজের বাড়িতে তা-ই করে থাকি। আমাদের মা এ ভাবেই সংসার চালিয়ে এসেছেন। রিসাইক্লিং করাটা কিন্তু আজকের দিনে খুব জরুরি ব্যাপার। আমাদের জীবন তো হয়েই এল, পরের প্রজন্মকে খুব একটা
সুস্থ পরিবেশ কিন্তু আমরা দিতে পারছি না।’’

‘সারাভাই ভার্সেস সারাভাই’-এ আছেন সতীশ শাহ, সুমিত রাঘবন, রাজেশ কুমার। রি-ইউনিয়ন হওয়ায় খুবই খুশি রত্না।

নতুন ভাবে এই জার্নিটা শুরু করার অনুভূতি কী রকম ছিল? ‘‘নার্ভাস ছিলাম! মনে হয়েছিল, যদি এত দিন পর মায়া সারাভাইয়ের রোলটা ঠিক ভাবে তুলে ধরতে না পারি? লেখক আতিশ কাপাডিয়ার তুলনা হয় না। ওঁর স্ক্রিনপ্লে তুলনাহীন। ভাল না লেগে যায় না! ভাল গল্প আর সংলাপ যে কোনও অভিনেতার কাজ অনেক সহজ
করে দেয়।’’

কোনও চ্যানেলে নয়, এই শো দেখানো হচ্ছে হটস্টারে। তাতে কি অনেক বেশি দর্শকের কাছে পৌঁছনো যাবে? ‘‘নিশ্চয়ই অনেক বেশি দর্শক এই শো দেখতে পারবেন। কিন্তু আমি যার থেকে সবজি কিনি তার কাছে কিন্তু এই শো পৌঁছবে না,’’ আক্ষেপের সুরে বললেন রত্না।

যদিও তিনি নিজে ভারতীয় টেলিভিশন মোটেই দেখেন না। তাঁর পছন্দ ওয়েব সিরিজ ।

বড় পরদাতেও তাঁর পরপর ছবি আসছে। ‘মুবারকাঁ’, ‘লাভ পার স্কোয়্যার ফুট’ ইত্যাদি। নিজের কেরিয়ার নিয়ে কি
তিনি খুশি?

‘‘যে ধরনের কাজ করছি তাতে অনেকটাই সন্তুষ্ট। পছন্দ হয়েছে বলেই করছি। নিজেকে চ্যালেঞ্জ করতে ভাল লাগে,’’ বললেন রত্না।

Ratna Pathak Sarabhai vs Sarabhai
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy