এ বার কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পায়েল সরকার?
পরিচালক আবির সেনগুপ্তের সঙ্গে যে নায়িকা প্রেম করছেন এ খবর নতুন নয়। কিন্তু বিয়েটা কবে? আজই প্রশ্নটা উঠছে পায়েলের টুইটার পোস্ট দেখে।
বিষয়টা ঠিক কী বলুন তো?
আজ মঙ্গলবার আবির তাঁদের দু’জনের একটি সেলফি শেয়ার করেছেন টুইটারে। পায়েলকে ট্যাগ করে ক্যাপশনে লিখেছেন, ‘এলিফ্যান্টস্ আর ডান্সিং, হর্সেস আর ডান্সিং।’ যার বাংলা করলে হয়, ‘হাতি নাচছে, ঘোড়া নাচছে।’— এটি বাংলার একটি প্রচলিত ছড়া।
কিন্তু, খটকাটা ঠিক এর পরে। কারণ আবিরের পোস্ট শেয়ার করেছেন পায়েল। সঙ্গে ক্যাপশনে লেখা ‘সোনামণির বে’। পায়েল টুইট করার পরই তাঁর বিয়ের গুঞ্জন ছড়ায় ইন্ডাস্ট্রিতে। অনেকেই মনে করছেন এ কী নিছকই ছড়া-পূরণ? নাকি এর মধ্যে তাঁর বিয়ের খবরের কোনও ইঙ্গিত লুকিয়ে রয়েছে?
‘যমের রাজা দিল বর’-এ সেটে পরিচালক আবির আর নায়িকা পায়েলের প্রথম দেখা। কিন্তু পায়েল বলেছিলেন, প্রেম হয়েছে অনেক পরে। এটাই টলিউডে আবিরের প্রথম ছবি। দিল্লিতে পড়াশোনার পাট চুকিয়ে দীর্ঘদিন মুম্বইতে কাজ করেছেন তিনি। এখনও বছরের বেশি সময়টাই মুম্বইতে থাকেন। এ বার কি তবে সত্যিই বিয়ে করতে চলেছেন? কলকাতায় বসে তাঁর হবু বউ পায়েল কি সে ইঙ্গিতই দিলেন? উত্তর দেবে সময়।
আরও পড়ুন, বাস্তবে প্রেমে পড়ে সিরিয়াল থেকে বাদ পড়ছেন এঁরা!