Advertisement
E-Paper

এক মুহূর্তের জন্য যেন হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায় ঋদ্ধিমা ও সমারার, কী ঘটেছে রণবীরের দিদি ও ভাগ্নির সঙ্গে?

সোমবার সকালে বিমানে ওঠেন তাঁরা। গোটা যাত্রা নির্বিঘ্নে হলেও হঠাৎ এমন ঘটনা ঘটে যাতে এক মুহূর্তের জন্য ভয়ে সিঁটিয়ে যান ঋদ্ধিমা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৬:৫২
Riddhima Kapoor Sahni and daughter Samara scary experience at flight

বিমানে উঠতেই ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হন সমারা এবং ঋদ্ধিমা। ছবি: সংগৃহীত।

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ঋষি কপূরের কন্যা ঋদ্ধিমা কপূর ও নাতনি সমারা সাহনী। রণবীরের দিদি নিজের ইনস্টাগ্রাম পোস্টে জানান, কয়েক মুহূর্তের জন্য যেন তাঁর ও মেয়ে সমারার হৃৎস্পন্দন স্তব্ধ হয়ে যায়।

সোমবার সকালবেলা তাঁরা বিমানে ওঠেন দিল্লি থেকে। যদিও তাঁরা কোথায় যাচ্ছিলেন তা প্রকাশ্যে আনেননি ঋদ্ধিমা। অবতরণের সময় রানওয়ের মাটি ছুঁয়ে ওই বিমান আচমকা ফের আকাশে উড়ে যেতেই ভয়ে হাত পা সিঁটিয়ে যায় মা-মেয়ের। ভয় পান ঋদ্ধিমা। মাকে দেখে একইরকম অবস্থা সমারারও। ঋদ্ধিমা সমাজমাধ্যমে লেখেন, ‘‘আমি ও আমার মেয়ে এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম যা আমরা কখনও ভুলতে পারব না। কয়েক সেকেন্ডর জন্য মনে হয় হৃৎস্পন্দন থেমে গিয়েছিল। আমি সজোরে মেয়ের হাত চেপে ধরি। ও ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার পর জোরে জোরে শ্বাস নিতে থাকি। মেয়ের কথা ভেবে নিজেকে শান্ত করি।’’ অবশেষে বিমান থেকে অবতরণ করেছেন তাঁরা সুরক্ষিত ভাবেই। মা-মেয়ে দু’জনেই ভাল আছেন। কিছু কিছু অভিজ্ঞতা ভিতর থেকে নাড়া দিয়ে যায়, তাঁদের জীবনে এটা তেমনই এক অভিজ্ঞতা। ঋদ্ধিমা বলেন, ‘‘জীবন যতটা ক্ষণস্থায়ী, ততটাই মূল্যবান।’’

Riddhima Kapoor Sahni Samara Sahni
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy