RIP Rishi kapoor: Daughter Ridhima Kapoor Sahani to reach Mumbai for cremation dgtl
বাবাকে শেষ দেখা দেখতে দিল্লি থেকে গাড়িতে মুম্বই পাড়ি রিধিমার
চার্টার্ড প্লেনে মুম্বই যাওয়ার অনুমতি চাইলেও তা না মেলায় গাড়ি করেই আসছেন রিধিমা। দিল্লি থেকে মুম্বইয়ের দুরত্ব ১৪০০ কিমি।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২০ ১৫:১৩
বাবার সঙ্গে রিধিমা।
লকডাউনের মধ্যেই বাবার সঙ্গে শেষ দেখা করতে দিল্লি থেকে মুম্বই যাচ্ছেন ঋষি কপূরের একমাত্র মেয়ে রিধিমা কপূর। বিবাহসূত্রে দিল্লিতে থাকেন তিনি।
চার্টার্ড প্লেনে মুম্বই যাওয়ার অনুমতি চাইলেও তা না মেলায় গাড়ি করেই আসছেন রিধিমা। দিল্লি থেকে মুম্বইয়ের দুরত্ব ১৪০০ কিমি। আসতে সময় লাগে প্রায় ১৮ ঘন্টা। কিন্তু উপায় কী? বাবাকে শেষবারের মতো কাছ থেকে দেখতেই এই সিদ্ধান্ত তাঁর। ইনস্টাগ্রামে বাবাকে নিয়ে একটি আবেগঘন পোস্টও করেছেন রিধিমা। তিনি লিখেছেন, "পাপা, তোমায় ভালবাসি। তুমি তো আমার সাহসী যোদ্ধা। ভাল থেকো। তোমার মুস্ক"।
এ দিকে মুম্বইয়ের সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, ইতিমধ্যেই যে হাসপাতালে ঋষি ভর্তি ছিলেন সে খানে সইফকে নিয্ওয় পৌঁছে গিয়েছেন করিনা কপূর। সম্পর্কে তিনি ঋষি কপূরের ভাইঝি।
কপূর পরিবারের হবু পুত্রবধূ আলিয়া ভট্টর গাড়িও দেখা গিয়েছে হাসপাতলের সামনে। মনে করা হচ্ছে তিনিও সে খানে রয়েছেন। যদিও কপূর পরিবারের পক্ষ থেকে করোনা পরিস্থিতির জন্য এ সময় ঋষিকে শেষ শ্রদ্ধা জানাতে সবাই যাতে ভিড় না জমান সে আবেদনও করা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
Best Value
এক বছরে
5,148
1,999
এক মাসে
429
169
Best Value
প্রতি বছরে
5,148
1,999
প্রতি মাসে
429
169
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে