বলিউডে তাঁদেরকে ‘লাভ বার্ডস’ এবং ‘কিউটেস্ট কাপল’ বলা হয়। অর্থাৎ তাঁরা একে অপরকে ছেড়ে থাকতে পারেন না। তা ছাড়া নেটাগরিকরা তাঁদের একসঙ্গে দেখতে পছন্দ করেন। রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা।
২০০৩ সালে তাঁদের দু’জনের প্রথম ছবি ‘মুঝে তেরি কসম’। সেই থেকেই আলাপ এবং প্রেম। তার প্রায় ১০ বছর বাদে ২০১২ সালে জেনেলিয়া ও রীতেশ বিয়ে করেন। আজ তাঁরা ৪ জন। রিয়ান ও রাহিল—দুই পুত্রসন্তানকে নিয়ে জীবন কাটাচ্ছেন তাঁরা। সাক্ষী নেটাগরিকরা।