Advertisement
২২ মার্চ ২০২৩
Entertainment News

জন্মদিনে মুক্তি পেল ঋতুপর্ণার ‘আহা রে’র ফার্স্ট লুক

‘আহা রে’র পরিচালনার দায়িত্বে রয়েছেন রঞ্জন ঘোষ। তিনি বললেন, ‘‘ঋতুদিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আজ যে ফার্স্ট লুক রিলিজ হল, এটা ঋতুদি খুব একটা জানত না। ফলে এটা আমাদের তরফে একটা উপহার বলতে পারেন।’’

ছবির দৃশ্যে ঋতুপর্ণা এবং শুভ।

ছবির দৃশ্যে ঋতুপর্ণা এবং শুভ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৮ ১০:০২
Share: Save:

৪৬। অন্তত উইকিপিডিয়া বলছে এটাই তাঁর বয়স। তিনি অর্থাত্ ঋতুপর্ণা সেনগুপ্ত। আজ তিনি বার্থ ডে গার্ল।

Advertisement

প্রতিটা জন্মদিনই স্পেশ্যাল। তবে এ বছর একটু বেশিই স্পেশ্যাল ঋতুপর্ণার কাছে। কারণ আজই মুক্তি পেল তাঁর আসন্ন ছবি ‘আহা রে’র ফার্স্ট লুক।

‘আহা রে’র পরিচালনার দায়িত্বে রয়েছেন রঞ্জন ঘোষ। তিনি বললেন, ‘‘ঋতুদিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আজ যে ফার্স্ট লুক রিলিজ হল, এটা ঋতুদি খুব একটা জানত না। ফলে এটা আমাদের তরফে একটা উপহার বলতে পারেন।’’

আরও পড়ুন, ‘কেন তুমি ফিরলে না আর?’ প্রসেনজিৎকে বললেন ঋতুপর্ণা

Advertisement

‘আহা রে’র বিষয় কী? রঞ্জন জানালেন, আহার থেকে আহা রে। আবার আহা রে বলতে ইমোশনও বোঝায়। ঢাকার এক মুসলিম বাঙালি শেফ এবং কলকাতার এক বাঙালি হিন্দু হোম কুকের দেখা হওয়া নিয়ে এগিয়েছে এই ছবির গল্প।

আরও পড়ুন, ‘হয়তো রাজনীতির শিকার হয়েছি কোথাও...’

পরিচালকের কথায়, ‘‘এই দু’জনই খেতে এবং রান্না করতে ভালবাসে। খাবার এবং রান্নার মধ্যে যে শিল্প আছে তার প্রতি এরা দু’জনেই কমিটেড। এটা প্রেমের গল্প তো বটেই, সঙ্গে স্ট্রাগল, রেসপন্সিবিলিটির কথাও বলা হচ্ছে। আসলে আমাদের প্রত্যেকের ধর্মের পরিচয়গুলো কতটা ব্যাকসিটে থাকা উটিত, এগুলো যে একেবারেই ম্যাটার করা উচিত নয়, সে নিয়েই গল্প।’’

আরও পড়ুন, ঋতাভরীর মুকুটে জোড়া পালক, সুখবরটা কী, জানেন?

ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আরফিন শুভ। সব কিছু ঠিক থাকলে ঋতুপর্ণা সেনগুপ্ত প্রযোজিত এই ছবি আগামী বছরের শুরুতে মুক্তি পাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.