২০ মে। ‘বেলাশুরু’ মুক্তি পাবে। নস্ট্যালজিয়ায় ডুববে বাংলার মানুষ। আবার পর্দায় স্বাতীলেখা সেনগুপ্ত এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। দু’জনেই চলে গিয়েছেন অনেক দিন হয়ে গেল। কিন্তু সেলুলয়েডের দৌলতে আবার ফিরবেন দুই শিল্পী। বাংলার দর্শকের কাছে। ঠিক যেন ‘স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি ভালবেসে যাই।’ তারই এক ঝলক প্রকাশ করল উইন্ডোজ প্রোডাকশনস। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজিত, পরিচালিত ‘বেলাশুরু’র প্রথম গান মুক্তি পেল মঙ্গলবার।
গানের শুরুতেই বিবাহিত জীবনের অপ্রেম নিয়ে কথা বলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। মালশ্রী (ঋতুপর্ণার চরিত্র) তার বাবা বিশ্বনাথ মজুমদারকে বলছে, (সৌমিত্রের চরিত্র) ‘‘একটা সময় পরে শরীর থাকে না, আকর্ষণ থাকে না, যেটা থেকে যায়, বন্ধুত্ব।’’ তার পরেই শুরু হচ্ছে, অনুপম রায়ের গলায় ‘সোহাগে আদরে’ গানটি।