Advertisement
২৯ নভেম্বর ২০২৩
Entertainment News

মিমি, প্রিয়ঙ্কা সরলেন, এ বার ‘হইচই আনলিমিটেড’এ রোজা

রোজার চরিত্রটির নাম শাবানা। সে এক জন উঠতি অভিনেত্রী। ‘হইচই আনলিমিটেড’এ অর্ণ মুখোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে রোজাকে। এর আগে দেবের প্রযোজনায় ‘ককপিট’-এও দেখা গিয়েছিল তাঁকে।

রোজা

রোজা

শেষ আপডেট: ২২ মে ২০১৮ ০০:০০
Share: Save:

প্রিয়ঙ্কা সরকার ‘হইচই আনলিমিটেড’ থেকে সরে যাওয়ার পর সেই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রোজাকে। দেবের প্রোডাকশনের এই ছবিটিতে গোড়া থেকেই গোলমাল! প্রথমে সরে গেলেন মিমি চক্রবর্তী। তার পর প্রিয়ঙ্কা। যাই হোক, সব ঝামেলা মিটিয়ে অবশেষে শুটিং শুরু হয়েছে। রোজার চরিত্রটির নাম শাবানা। সে এক জন উঠতি অভিনেত্রী। ‘হইচই আনলিমিটেড’এ অর্ণ মুখোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে রোজাকে। এর আগে দেবের প্রযোজনায় ‘ককপিট’-এও দেখা গিয়েছিল তাঁকে। সিঙ্গাপুর থেকে ফোনে রোজা জানালেন, ‘‘দেবের কাছ থেকে আমি আগেও সাপোর্ট পেয়েছি। এবং এই ছবিতে শাশ্বতদা, খরাজদার মতো অভিনেতাদের সঙ্গে কাজ করাটা আমার জন্য বড় সুযোগ। এখানে ভাল অভিনয়ের সুযোগও রয়েছে।’’ আগামী মাসেই ‘হইচই...’-এর গোটা টিম উড়ে যাবে উজবেকিস্তান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE