Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৯ অক্টোবর ২০২১ ই-পেপার

একসঙ্গে দুই ব্যান্ড

১৪ সেপ্টেম্বর ২০১৭ ০২:৪২
ছবি: নীলোৎপল দাস

ছবি: নীলোৎপল দাস

বিরোধিতার পাশাপাশি মিলমিশও আছে। বাংলা ব্যান্ডগুলোর মধ্যে ঝগড়ার কথাই খালি শোনা যায়। কিন্তু অন্য রকম কিছুও ঘটে। একটি মিউজিক অ্যালবামের জন্য জোট বাঁধলেন ‘লক্ষ্মীছাড়া’র দেবাদিত্য চৌধুরী এবং ‘ফসিলস’-এর রূপম ইসলাম। তাঁদের গান ‘ভুলে যাই পুরনো সে দিন’ মুক্তি পাবে সম্প্রতি। দেবাদিত্য একাধিক বার বিভিন্ন পুজোর থিম সং তৈরি করেছেন। এ বারেও সে রকমই প্রস্তাব এসেছিল। দেবাদিত্য ঠিক করেছিলেন গানটির জন্য রূপমের কণ্ঠস্বর একদম যথাযথ হবে। রূপমও আগ্রহী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ওই পুজো কমিটির গান পছন্দ হয়নি। এ দিকে সৃষ্টির নেশায় দেবাদিত্য আর রূপম তৈরি করে ফেলেন ‘ভুলে যাই পুরনো সে দিন’। দেবাদিত্য বলছিলেন, ‘‘এটাকে ঠিক পুজোর গান বলা যাবে না। কলকাতার নস্ট্যালজিয়াকে আধার করে এই গান। শহর থেকে পুরনো অনেক কিছু হারিয়ে যাচ্ছে। পাড়ার আড্ডা থেকে কলকাতার ঐতিহ্য ট্রাম। এগুলো মাথায় রেখেই আমাদের গান।’’ যে কারণে এই গানের শ্যুটও তাঁরা গড়িয়াহাটের ট্রাম ডিপোতে করেছেন। রূপম-দেবাদিত্য দু’জনের আশা, এই গান পুরনো দিনের স্মৃতি উস্কে দেবে।

Advertisement

আরও পড়ুন

Advertisement