বাড়ির বাইরে পা দেননি সাত দিন। তার পরেও করোনায় আক্রান্ত রূপম ইসলাম। শুধু তিনি নন, তাঁর স্ত্রী রূপসা এবং ছেলে রূপও একই রোগে আক্রান্ত। আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিন জন। মঙ্গলবার সকালে আরটিপিসিআর পরীক্ষা করিয়েছিলেন তাঁরা। রাতেই রিপোর্ট পেয়েছেন।
রূপমের হালকা জ্বর। রূপসার জ্বর নেই। কিন্তু ছেলের ধূম জ্বর। হাল্কা সর্দি-কাশি রয়েছে তিন জনেরই। চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাওয়া শুরু করে দিয়েছেন।