Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Rupam Islam

Rupam Islam: ইচ্ছে হলে নিজের নাম বদলাতেই পারে ছেলে, সে স্বাধীনতা ওর আছে: রূপম

রূপমের দর্শন প্রতিফলিত হয়েছে তাঁর ছেলের নামে। কিন্তু রূপ পরবর্তীতে নাম পরিবর্তন করতে চাইলেও কোনও রকম আপত্তি থাকবে না গায়কের।

ছেলের সঙ্গে রূপম।

ছেলের সঙ্গে রূপম।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২২ ১১:০২
Share: Save:

তাঁর চিন্তাভাবনা আর পাঁচ জনের চেনা পরিসরের খানিক বাইরে। সেই ছাপ রূপম ইসলামের গানে তো আছেই, আছে জীবনের অন্যান্য ক্ষেত্রেও। উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে তাঁর ছেলের নাম— রূপ আরোহণ প্রমিথিউস।

শনিবার আনন্দবাজার অনলাইনের লাইভে রূপম জানিয়েছেন, ছেলের এই নামকরণের পিছনে রয়েছে দর্শন। তিনি বললেন, “প্রমিথিউস খুব জরুরি একটা চরিত্র। এমন একটা চরিত্র যে ঈশ্বরের সঙ্গে টক্কর দিয়েছিল। সেটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার। একটা দর্শন। প্রমিথিউস আমার কাছে তাই শুধু একটা নাম নয়, একটা স্টেটমেন্টও বটে।”

কিন্তু তাঁর ছেলের পক্ষে কি এমন নাম বহন করা সহজ হবে? রূপম জানিয়েছেন, নিজের নাম নিয়ে বেশ খুশি তাঁর বছর এগারোর ছেলে। কিন্তু পরবর্তীতে এই নাম পছন্দ না হলে তা বদলে ফেলারও অধিকার থাকবে রূপের। রূপম বললেন, “ওর যদি নিখিল সর্দার বা অভিলাষ হাজরা নাম রাখতে ইচ্ছে করে, ও রাখতে পারে। সেটা সম্পূর্ণ ওর স্বাধীনতা। বা ও যদি নিজের নাম শেখ নিজামুদ্দিন রাখতে চায়, তা নিয়েও আমার কোনও সমস্যা নেই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rupam Islam Singer Fossils
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE