দেখতে দেখতে দাম্পত্যের ২৫ বছর পার করলেন কাজল ও অজয় দেবগন। দুই ছেলেমেয়ে নিয়ে সুখের সংসার। বিভিন্ন সময় সাক্ষাৎকারে অজয়ের সঙ্গে প্রেমের অধ্যায় থেকে দাম্পত্যজীবনের খুঁটিনাটি প্রকাশ্যে এনেছেন কাজল। তুলনায় মিতভাষী অজয় ব্যক্তিগত জীবন নিয়ে কখনও সে ভাবে কথা বলেননি। কাজল অনেক বেশি খোলামেলা। যদিও স্বামীকে নাকি বেশ সমঝেই চলতে হয় তাঁকে, এমনটাই মত নিন্দকদের। এ বার কাজল জানালেন তাঁদের বিয়ে টিকে যাওয়ার প্রধান দু’টি নেপথ্য কারণ।
আরও পড়ুন:
১৯৯৯ সালের ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ অজয়ের সঙ্গে বিয়ে হয় কাজলের। অভিনেত্রী তখন সাফল্যের মধ্যগগনে। হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। বাবা শমু মুখোপাধ্যায় প্রায় চার দিন কথা বলেননি মেয়ের সঙ্গে। পরে অবশ্য পরিবারের উপস্থিতিতেই ঘরোয়া ভাবে বিয়ে সারেন তাঁরা। গদ গদ প্রেমের প্রকাশ করতে কখনওই দেখা যায়নি অজয়-কাজলকে। অভিনেতা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন কাজল বৌমা হিসেবে খুবই ভাল। কাজলের কথায়, ‘‘আমরা একে অপরের থেকে অনেকটা আলাদা। সে অর্থে দেখতে গেলে আমাদের অনেক আগেই বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দাম্পত্য সুখ চাইলে, আপনার স্মৃতিশক্তি দুর্বল হতে হবে। ভুলে যাওয়ার রোগ থাকতে হবে আর কখনও কখনও কানে কম শুনতে হবে।’’
অভিনেত্রী কোনও কিছু আঁকড়ে ধরে রাখায় বিশ্বাসী নন। তিনি জানান, কিছু জিনিস ভুলে যাওয়া ও ছেড়ে দেওয়া দাম্পত্যের টিকিয়ে রাখার আসল রহস্য।