পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত-পাকিস্তান সাংস্কৃতিক আদানপ্রদান বন্ধ। এ দিকে, দিলজিৎ দোসাঞ্জের আসন্ন ছবি ‘সর্দারজি ৩’ ছবিতে তাঁর বিপরীতে নায়িকার ভূমিকায় পাক-অভিনেত্রী হানিয়া আমির। দিলজিতের সমাজমাধ্যম ভেসে যাচ্ছে কটাক্ষে। পাক নায়িকার সঙ্গে অভিনয় করায় তাঁকে ‘নিষিদ্ধ’ ঘোষণার দাবিও উঠেছে দেশে, বলিউডে। দিলজিতের ছবি মুক্তি পাচ্ছে না ভারতে। এমনকি গায়ককে নিষিদ্ধ করার দাবি তুলেছে অনেকে। ভারতে নিষিদ্ধ হলেও পাকিস্তানে মুক্তি পাচ্ছে এই ছবি।
‘সর্দারজি ৩’ ছবি যেন ভারতে মুক্তি না পায়— বিভিন্ন সংগঠন থেকে এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এমনকি ছবি মুক্তি পেলে দিলজিৎকে নিষিদ্ধ করার দাবিও উঠেছিল। ‘নির্লজ্জ’, ‘স্বার্থপর’, এমন নানা কটাক্ষ ধেয়ে এসেছিল পঞ্জাবি শিল্পীর দিকে। কিন্তু ছবির শুটিং হয়েছে পহেলগাঁও কাণ্ডের বহু আগেই।
আরও পড়ুন:
এই ছবির প্রযোজক গুণবীর সংবাদমাধ্যমকে বলেছেন, “পাকিস্তানের সঙ্গে সমস্যা শুরু হওয়ার অনেক আগেই ছবির শুটিং সেরে ফেলেছিলাম আমরা। তা-ও ভারতের মানুষের ভাবাবেগের কথা মাথায় রেখে আমরা ভারতে এই ছবির মুক্তি বন্ধ রেখেছি।”
এ দিকে ছবির নায়িকা হানিয়া আমিরের অসংখ্য ভক্ত রয়েছে ভারতে। তাঁরাও এই ছবি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন। কিন্তু পাক অভিনেত্রী ‘অপারেশন সিঁদুর’-এর সমালোচনা করায় বিষয়টি সম্পূর্ণ ভিন্ন মোড় নেয়। তাঁর অভিনীত ‘সর্দারজি ৩’ ছবি নিষিদ্ধ করার দাবি ওঠে। গত ১১ জুন সিবিএফসি-র কাছে এফডব্লিউআইসিই এই ছবিকে ছাড়পত্র না দেওয়ার আর্জি জানায়। ছবিটি ছাড়পত্র পায়নি। দিলজিৎ নিজেই জানিয়েছেন, এই ছবি কেবল আন্তর্জাতিক ক্ষেত্রে মুক্তি পাবে।
পাকিস্তানের ইসলামাবাদ, করাচি ও লাহোরের মতো শহরে ২৭ জুন মুক্তি পাচ্ছে এই পঞ্জাবি ছবি।