মুক্তি পেল ‘রুসতম’-এর ফার্স্ট লুক। ফার্স্ট লুকের সঙ্গে অক্ষয় কুমার অভিনীত এই ছবিটির গানও রিলিজ হল। রিলিজের সঙ্গে সঙ্গে যথেষ্ট প্রশংসাও পেয়েছে ‘রুসতম’। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ১৫ অগস্ট ছবিটি দেখতে পারবেন দর্শকেরা।
ছবিটি সম্পর্কে খুব একটা বেশি কিছু জানা যায়নি। এ টুকুই জানা গিয়েছে যে ছবিতে নেভি ক্যাপ্টেনের ভূমিকায় অভিনয় করছেন অক্ষয়। ছবিতে তাঁর নাম রুসতম। সম্প্রতিই সাফল্য পেয়েছে অক্ষয়ের ছবি এয়ারলিফ্ট। এয়ারলিফ্টের পর অক্ষয়ের থেকে যে প্রত্যাশা বেড়ে গিয়েছে তা কি রুসতমে ধরে রাখতে পারবেন অক্ষয়?
দেখুন রুসতমের ফার্স্ট লুকের ভিডিও: