গত কয়েক বছরে কাজের সংখ্যা কমেছে সাজিদ খানের। একতা কপূর প্রযোজিত একটা অনুষ্ঠানের পরিচালনার দায়িত্ব পেয়েছেন তিনি। শনিবার সেই অনুষ্ঠানের শুটিংয়ে ঘটে বিপদ। শুটিং চলাকালীন গুরুতর আহত হন সাজিদ। তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। রবিবার পরিচালকের একটি অস্ত্রোপচারও হয়েছে বলে খবর।
শনিবার শুটিং চলাকালীন দুর্ঘটনায় নাকি পা ভেঙে যায় সাজিদের। যদিও অস্ত্রোপচারের পরে তিনি আপাতত ভাল আছেন। ভাইয়ের স্বাস্থ্যের খবর জানিয়েছেন দিদি ফরাহ খান। নৃত্যপ্রশিক্ষক বলেন, ‘‘সাজিদের অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন হয়েছে। এখন ও ভাল আছে। চিকিৎসায় সাড়া দিচ্ছে। ’’
কয়েক বছর আগে বলিউডে ‘মিটু’ আন্দোলন শুরু হয়। সেই সময়ে পরিচালক সাজিদ খানেরও নাম জড়ায় যৌন হেনস্থায়। এর পরে অনেকটা সময় কেটে গিয়েছে। বলিউড চেনা ছন্দে ফিরলেও সাজিদের সঙ্গে ইন্ডাস্ট্রির দূরত্ব কমেনি তেমন। একের পর এক কাজ হারাতে থাকেন তিনি। শুরু হয় আর্থিক টানাটানি। অবসাদে ভুগতে শুরু করেন। এত দিন পরে ফের টেলিভিশনে কাজে ফেরেন পরিচালক, কিন্তু সেখানেও বিপত্তি!