Advertisement
E-Paper

নিধি, হর্ষবর্ধনের পরে বিজয়, চেন্নাই বিমানবন্দরের ভিড়ে নাজেহাল দশা! রেহাই পেলেন কী ভাবে?

কখনও হায়দরাবাদ তো কখনও চেন্নাই, আবার কখনও মুম্বই। নিধি থেকে সমান্থা কিংবা হর্ষবর্ধন— সর্বত্র তারকাদের হেনস্থা করার অভিযোগ। এ বার চেন্নাই বিমানবন্দরে হেনস্থার শিকার থালাপতি বিজয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১২:২৩
চেন্নাই বিমানবন্দর নাজেহাল দশা থালাপতি বিজয়ের।

চেন্নাই বিমানবন্দর নাজেহাল দশা থালাপতি বিজয়ের। ছবি: সংগৃহীত।

তারকাদের কাছে পেলেই যেন হুমড়ি খেয়ে পড়ছেন দর্শক। পুরুষ ও নারী নির্বেশেষে যে কোনও তারকার প্রতিই অনুরাগীদের আচরণ যেন এক! শুধু বদলে যাচ্ছে জায়গা। কখনও হায়দরাবাদ তো কখনও চেন্নাই, আবার কখনও মুম্বই। নিধি থেকে সমান্থা কিংবা হর্ষবর্ধন— সর্বত্র তারকাদের হেনস্থা করার অভিযোগ। এ বার চেন্নাই বিমানবন্দরে হেনস্থার শিকার থালাপতি বিজয়।

মালয়েশিয়া থেকে নিজের আসন্ন ছবির গানমুক্তির অনুষ্ঠান সেরে ফিরছিলেন অভিনেতা। চেন্নাই বিমানবন্দরে নেমে নিজের গাড়ি অবধি পৌঁছোতে কালঘাম ছুটে যায় তাঁর। ভিড়ে থিকথিক করছে চারপাশ। তারকার গাড়ির কাছে পৌঁছোনোর আগেই জামা ধরে টানাটানি শুরু হয়। অবস্থা এমন পর্যায়ে এসে দাঁড়ায় যে, গাড়িতে ওঠার আগে টাল সামলাতে না পেরে পড়ে যান অভিনেতা। যদিও সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নেন তিনি। তড়িঘড়ি গাড়িতে ওঠেন।

থালাপতি বিজয় দক্ষিণের জনপ্রিয় তারকা। সম্প্রতি নিজের রাজনৈতিক দল গঠন করেছেন। তবে মাসকয়েক আগে থালাপতি বিজয়ের আহ্বানে অনুষ্ঠিত জনসভায় তারকাকে কাছ থেকে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। পদপিষ্টের ঘটনাও ঘটে। এ বার অবশ্য তেমন বড় কোনও বিপত্তি হওয়ার আগেই বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যান তারকা।

কিন্তু, গত এক মাসে দেশের বিভিন্ন জায়গায় একই ধরনের ঘটনা ঘটছে। কখনও পুরুষ তারকার শার্ট-প্যান্টে টান, কখনও আবার হাত ধরে টানাটানি। কোথাও মহিলা অভিনেত্রীর পোশাক নিয়ে টানাটানি! সবই যেন জলভাত হয়ে উঠেছে। ফলে আবার উঠছে তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন।

Thalapathy Vijay Viral Video mobbed South Indian Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy