Advertisement
E-Paper

বড়দিনে ভাইদের সঙ্গে সলমনের নাচ, ভিডিয়ো ভাইরাল

সলমনের সঙ্গে নাচছেন তাঁর দুই ভাই আরবাজ ও সোহেল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮ ১৪:২৭
দুই ভাইয়ের সঙ্গে নাচছেন সলমন খান। ছবি সলমনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।

দুই ভাইয়ের সঙ্গে নাচছেন সলমন খান। ছবি সলমনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।

বড়দিনের সময় উত্সবের আমেজ নেমে এসেছে বলিউড তারকাদের মধ্যেও। কেউ বন্ধুবান্ধবদের সঙ্গে ডান্স ফ্লোর মাতাচ্ছেন তো কেউ সান্তা হয়ে পৌঁছে যাচ্ছেন দুঃস্থ শিশুদের কাছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে তারকাদের ক্রিসমাস উদ্‌যাপনের সেই সব ছবি সামনে এসেছে। বলিউড সুপারস্টার সলমন খানও ব্যতিক্রম নন। তিনিও তাঁর পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে মেতে উঠেছেন বড়দিনের উত্সবে।

ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে পোস্ট করা তেমনই এক ভিডিয়োতে নাচতে দেখা যাচ্ছে সলমনকে। সলমনের সঙ্গে নাচছেন তাঁর দুই ভাই আরবাজ ও সোহেল। তাঁদের তিনজনের এক সঙ্গে নাচের ভিডিয়ো এখন ভাইরাল নেট দুনিয়ায়।

ভিডিয়োটি পোস্ট করার ১৪ ঘণ্টার মধ্যে ৩২ লক্ষ ভিউ হয়ে গিয়েছে। ওই ভিডিয়োতে তিন ভাই নাচছেন তাল মিলিয়ে। ভিডিয়োটি পোস্ট করে ভক্তদের ক্রিসমাসের শুভেচ্ছাও জানিয়েছেন বলিউডের ভাইজান।

আরও পড়ুন: বড়দিনে এক সঙ্গে সারা-সেফ-করিনা-তৈমুর, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Merry Xmas to all....

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

তিন ভাইয়ের নাচ দেখে সলমনের ভক্তরাও যে উচ্ছ্বসিত, তার প্রমাণ মিলছে তাদের করা কমেন্টে। কেউ বলেছেন, ক্রিসমাসের সেরা ভিডিয়ো। আবার কেউ বলেছেন, ভাইদের সবথেকে আকর্ষক নাচের ভিডিয়ো।

আরও পড়ুন: আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে কেন গেলেন না অমিতাভ?

(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবরআমাদেরবিনোদনবিভাগে।)

Salman Khan Christmas Celebration Dancing
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy