পরিবারের সঙ্গেই বড়দিন কাটালেন বলিউডের নয়া সেনসেশন সারা আলি খান। পরিবারের সঙ্গে সময় কাটানোর সেই ছবি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে পোস্ট হতেই তা ব্যাপক জনপ্রিয় হয় সারার ভক্তদের মধ্যে। সারার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে সেফ আলি খান, করিনা কপুর, সারার ভাই ইব্রাহিম এবং সেফ-করিনার ছেলে তৈমুর আলি খানকেও। ছবিটির ক্যাপশনে ‘মেরি ক্রিসমাস’ লিখে শুভেচ্ছা জানানো হয়েছে সকলকে।
বড়দিনের সন্ধ্যায় সেফ-করিনার বাসভবনে ডিনার পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানেই এই ছবিটি তোলেন সারা। এই অনুষ্ঠানে সারার পোশাকও যথেষ্ট নজর কেড়েছে ভক্তদের।