সোনাক্ষী সিন্হা ও জ়াহির ইকবালের বিয়ে এখনও কি মেনে নিতে পারেননি শত্রুঘ্ন সিন্হা? নতুন বছর উপলক্ষে বর্ষীয়ান অভিনেতার পোস্ট তেমন জল্পনাই উস্কে দিচ্ছে।
নতুন বছর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন শত্রুঘ্ন। সঙ্গে জুড়ে দিয়েছেন পরিবারের দু’টি ছবি। স্ত্রী, দুই পুত্র, কন্যা-সহ পরিবারের অন্যরা রয়েছে সেই ছবিতে। কিন্তু কোথাও নেই জামাই অর্থাৎ জ়াহির ইকবাল। বিষয়টি নজর এড়ায়নি নেটাগরিকের। ছবি দেখেই তাঁরা প্রশ্ন তুলেছেন, “জামাই কোথায়? এখনও কি তাঁকে মেনে নিতে পারেননি?”
সাত বছর সম্পর্কে থাকার পরে ২০২৪ সালের জুন মাসে বিয়ে করেছিলেন সোনাক্ষী ও জ়াহির। শোনা গিয়েছিল, এই বিয়েতে মত ছিল না অভিনেত্রীর পরিবারের। ভিন্ধর্মী বিয়ে বলেই নাকি এই সমস্যা তৈরি হয়েছিল। বিয়েতেও ছিল না কোনও ধর্মীয় আচার। বিয়ের পরে একাধিক বার এই বিষয়ে কথাও বলেছেন সোনাক্ষী। তবে নতুন বছরে শত্রুঘ্নের এমন পোস্ট ফের নতুন করে জল্পনা তৈরি করেছে। নেটাগরিকের অনুমান, ভিন্ধর্মী বিয়ে তিনি এখনও মেনে নিতে পারেননি। তাই পারিবারিক ছবিতে কোথাও নেই জ়াহির। এমনকি, তিনি যে ছবিগুলি ভাগ করে নিয়েছেন সেগুলি বেশ কয়েক বছর আগের।
আরও পড়ুন:
ভিন্ধর্মী বিয়ের জন্য সমাজমাধ্যমেও কটাক্ষের শিকার হয়েছেন সোনাক্ষী। এক পুরনো সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ভালবাসার মাঝে তিনি ধর্মকে কখনওই আসতে দেননি। তাঁর কাছে ভালবাসাই সবার আগে। ভিন্ধর্মে বিয়ে প্রসঙ্গে সোনাক্ষী বলেছিলেন, “আমি সব সময়ে বিশ্বাস করেছি, ভালবাসা যে কোনও ক্ষেত্রে জয়ী হয়। মানুষ যতই ঘৃণা করুক, ভালবাসা জিতবেই।”