বন্ধুকে বাঁচাতে গিয়ে খালের জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। দু্র্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাঞ্চননগরে। মৃত যুবকের নাম দীপঙ্কর শীল (৩৩)। বাড়ি রথতলা পুরাতন কলোনিতে। শোকস্তব্ধ গ্রাম।
সূত্রের খবর, ইংরেজি নববর্ষ উপলক্ষে চণ্ডীতলায় ডিভিসির সেচখালের পাশে পিকনিক করতে যান স্থানীয় কয়েক জন যুবক। দুপুর বেলা তাঁদের মধ্যে একজন স্নান করতে নেমে খালের জলে তলিয়ে যাচ্ছিলেন, তা দেখে বন্ধুকে বাঁচাতে নিজেই খালের জলে ঝাঁপিয়ে পড়েন দীপঙ্কর। দুর্ভাগ্যবশত বন্ধুকে বাঁচাতে পারলেও তিনি খালের জলে তলিয়ে যান। স্থানীয় বাসিন্দাদের খবর দেওয়া হলে তাঁরা এসে প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর দীপঙ্করের দেহ উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস জানান, বুধবার সেচখালে চাষের জন্য জল ছাড়ে ডিভিসি। প্রতিবছরই সেচখালে পিকনিক করতে এসে বহু মানুষ প্রাণ হারান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।