শুধুমাত্র বিখ্যাত সেলিব্রিটিরাই নয়, ইন্টারনেটে এখন বহুল পরিচিত সেলেব বাবা-মা’য়ের সন্তানরাও। শাহরুখ-গৌরীর পুত্র আব্রাম বা সেফ-করিনার পুত্র তৈমুর রীতিমতো নজরে থাকেন পাপারাৎজিদের। কর্ণ জোহারের দুই সন্তান যশ ও রুহিও বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। সেই তালিকাতে আছেন শাহিদ কপুর-মীরা রাজপুতের মেয়ে মিশাও।
বড়দিনের আগেই নিজের মেয়ে মিশার সঙ্গে ছবি শেয়ার করলেন শাহিদ কপুর। ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় সেটি। শাহিদের ভক্তদের মতে এই ছবিটিই এখন ইন্টারনেটে খোঁজ করা ছবিগুলির মধ্যে ‘কিউটেস্ট’। ছবিতে শাহিদের সঙ্গে রীতিমতো ‘পোজ’ দিতে দেখা যাচ্ছে মিশাকে। সেলেব্রিটি বাবা শাহিদকেও ‘পাউট’ করাতে টক্কর দিচ্ছেন তিনি।
পিছিয়ে নেই শাহিদের স্ত্রী মীরা কপুরও। তাঁদের পরিবারে বড়দিন পালনের তোড়জোর যে ভালই চলছে, তা বোঝা যাচ্ছে মীরার পোস্ট করা ক্রিসমাস ট্রি-এর ছবি দেখেই।