বছরের শুরুটা খুব একটা ভাল না কাটলেও, শেষটা কিন্তু পুষিয়ে গেল সলমন খানের। মুক্তির পরের তিনদিনেই ১০০ কোটি টাকা আয় করে ফেলেছে ‘টাইগার জিন্দা হ্যায়’। ছবিতে প্রশংসা পেয়েছে প্রাক্তনের সঙ্গে তাঁর অন-স্ক্রিন কেমিস্ট্রিও। তাই বড়দিনটা একটু ‘বড়’ করেই কাটালেন বলিউডের ভাইজান।
একে নতুন ছবি রেকর্ডের ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে পাঁচ বছর পর ফের ক্যাটরিনার সঙ্গে হিট ফিল্ম। মন এতটাই খুশি যে, ক্রিসমাসটা একেবারেই নিজের মতো করে কাটিয়েছেন সলমন। তবে অতিথি কি শুধুই ক্যাটরিনা? না, ক্যাট তো ছিলেনই। সঙ্গে ছিলেন ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির পরিচালক আলি আব্বাস জাফর। এতদিন পর ‘টাইগার’ ও ‘জোয়া’কে কাছাকাছি নিয়ে আসার তিনিই তো রূপকার! দুই প্রিয় মানুষের সঙ্গে সলমনের বড়দিন এককথায় জমজমাট।
ক্যাটরিনা ও সলমন দু’জনেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁদের ক্রিসমাস সেলিব্রেশনের ছবি। সান্তার টুপি মাথায় দিয়ে ক্যাটরিনার সঙ্গে তখন সেলফি তুলতে ব্যস্ত সলমন। আর ক্যাটও পোজ দিয়ে চলেছেন নানা রকম। ছবিতে রয়েছেন দুই তারকার ঘনিষ্ঠ বন্ধু আলি আব্বাসও।