অনেক মহিলার কাছেই তিনি হট। কিন্তু একসময় যাকে কোলেও নিয়েছেন সেই সোনম কপূরের কাছেও তাঁর পরিচয় ‘ব্লা়ডি হট।’ তিনি সলমন খান। সম্প্রতি ‘প্রেম রতন ধন পায়ো’র কো-স্টার সম্পর্কে এই বিশেষণই ব্যবহার করলেন সোনম কপূর।
আগামী ছবি ‘নীরজা’র প্রচারে মুম্বইয়ের একটি কলেজে গিয়েছিলেন সোনম। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়, তাঁর পছন্দের সহ-অভিনেতা কে? উত্তর দেওয়ার আগেই অডিয়েন্সের মধ্যে থেকে সলমন খানের নাম ওঠে। তখন হেসে সোনম জানান, ‘‘তোমরা ঠিকই বলেছ। আমার ফেভারিট সলমন খান। হি ইজ সো ব্লাডি হট।’’
সল্লু মি়ঞা সোনমের থেকে ২০ বছরের বড়। ছোটবেলায় সলমনের কোলেও চড়েছেন নায়িকা। তবে এখন তাঁরাই অনস্ক্রিন কাপল। ‘প্রেম রতন ধন পায়ো’তে তাঁদের জুটি বেশ পছন্দ হয়েছে দর্শকদের। সেই ভাইজানকেই এ বার ‘হট’ বললেন সোনম। তবে এই বিশেষণ শুনে সলমন কতটা খুশি তা অবশ্য জানা যায়নি।
আরও খবর:
আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম সলমন: ক্যাটরিনা
লুলিয়ার সঙ্গে ধরা পড়লেন সলমন!