মাত্র ৫৪ বছর বয়সে অকালপ্রয়াণ অভিনেতা মুকুল দেবের। জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। তবে গত ৮-১০ দিনে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। মুকুলের প্রয়াণে মুখ খুললেন ভাইজান। বেশ কয়েক বছর আগে ‘জয় হো’ ছবিতে সলমনের সঙ্গে কাজ করেন। সেই সময় বন্ধুত্ব তৈরি হয়।
আরও পড়ুন:
মুকুলের অকালপ্রয়াণ নাড়িয়ে দিয়ে গিয়েছে তাঁর সমস্ত সহ-অভিনেতাকেই। অজয় দেবগন থেকে সুস্মিতা সেন, কঙ্গনা রানৌত, সোনু সুদ সকলের সঙ্গেই কাজ করেছেন তিনি। সকলেই শোক প্রকাশ করেছেন তাঁর মৃত্যুর পর। সমাজমাধ্যমে প্রথম খবর দেন মনোজ বাজপেয়ী। বিন্দু দারা সিংহ জানান তাঁর ব্যক্তিগত সম্পর্কের কথা।
সলমনও সেই সুরেই বার্তা দিলেন। ‘জয় হো’ ছবির সেটে মুকুলের সঙ্গে একটি ছবি ভাগ করে তিনি সমাজমাধ্যমে লেখেন, ‘‘বড্ড তাড়াতাড়ি চলে গেলে ভাই আমার, শান্তিতে থেকো।’’
বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও পরিচিত মুখ ছিলেন মুকুল দেব। প্রথম ছবি ‘দস্তক’-এ পুলিশ আধিকারিকের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। সলমন খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের। হিন্দি ছাড়াও তাঁর ঝুলিতে মালয়ালি, গুজরাতি, পঞ্জাবি, মরাঠি, ইংরেজি এবং বাংলা ছবিও রয়েছে। একাধিক বাংলা ছবিতে কাজ করেছিলেন তিনি।
সমাজমাধ্যমের বিবৃতিতে দাদা রাহুল দেব জানিয়েছেন মুকুলের শেষকৃত্যের কথা। শনিবার তিনি লেখেন, “গত রাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছেন।” গত কয়েক দিন হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি, জানা গিয়েছে এমনই।