হাতে দেদার কাজ। তার মধ্যেই কি পাকিস্তান চলে গেলেন সলমন খান? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় পাকিস্তানের করাচির রাস্তায় একাই ঘুরে-বেড়াতে দেখা যাচ্ছে বলিউডের ‘প্রেম’ সলমন খানকে। রীতিমতো শোরগোল পড়ে যায় ভিডিয়োটি ঘিরে। সকলেই প্রশ্ন করতে থাকে, পাকিস্তানে একা একা কী করছেন সলমন?
ইন্টারনেটে ছড়িয়ে পড়া ১৪ সেকেন্ডের সেই ভিডিয়ো ক্লিপে দেখা যাচ্ছে, ধূসর রঙের ফুল স্লিভ টি-শার্ট গায়ে দিয়ে করাচির বাজারে হাঁটছেন এক ব্যক্তি। তাঁকে দেখতে অবিকল বলিউড অভিনেতা সলমন খানের মতো। হেঁটে এসে করাচির বোল্টন বাজারে বাইক সোজা করতেও দেখা যায় তাঁকে। সলমনের মতো দেখতে এই ব্যক্তিকে ঘরেই রীতিমতো চর্চা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
অনেকে সোশ্যাল মিডিয়ায় খোদ সলমন খানকে ট্যাগ করে ভিডিয়োটির প্রতিক্রিয়াও জানতে চান। এক ব্যক্তি রীতিমতো সলমনকে বলে বসেন যে, সলমন করাচি এলেন, অথচ একবারও জানালেনও না! দেখে নিন সেই ভিডিয়ো:
@BeingSalmanKhan bro Karachi aye aur btaya bhi ni 😂 pic.twitter.com/S4SfPYXuM1
— Capt Hunt (@CaptSpeaking_) January 18, 2019
আরও পড়ুন: বয়ফ্রেন্ড অভিমন্যুর সঙ্গে বড় কাজ করব না, বললেন মানালি