Advertisement
২৮ সেপ্টেম্বর ২০২৩

লিমিটেড পারফর্মার

তাঁর অভিনয় ক্ষমতা নাকি সীমিত। ‘টিউবলাইট’-এ ভাই সোহেল না থাকলে ঠিকঠাক আবেগ ফুটিয়ে তুলতে পারতেন না বলে জানালেন সলমন খান। তিনি ‘টাইগার জিন্দা হ্যায়’-এর শ্যুটিং করছিলেন বিদেশে।

শ্রাবন্তী চক্রবর্তী
মুম্বই শেষ আপডেট: ২৬ মে ২০১৭ ০০:০০
Share: Save:

তাঁর অভিনয় ক্ষমতা নাকি সীমিত। ‘টিউবলাইট’-এ ভাই সোহেল না থাকলে ঠিকঠাক আবেগ ফুটিয়ে তুলতে পারতেন না বলে জানালেন সলমন খান। তিনি ‘টাইগার জিন্দা হ্যায়’-এর শ্যুটিং করছিলেন বিদেশে। সেখান থেকে বৃহস্পতিবার মুম্বইয়ে ‘টিউবলাইট’-এর ট্রেলার লঞ্চে হাজির হন। ছবিতে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সলমন বলেন, ‘‘ছবিটা খুব ইমোশনাল। দারুণ একটা টুইস্ট আছে। আমি একজন লিমিটে়ড পারফর্মার। সোহেল না থাকলে হয়তো আবেগপূর্ণ দৃশ্যগুলো উতরোতেই পারতাম না।’’ ছবির ডাবিংয়ের সময়ও নাকি কেঁদে ফেলতেন তিনি। সলমনের পাশে বসা সোহেলও দাদার কথায় সায় দেন। হলিউডের ছবি ‘লিটল বয়’-এর আধারে এই ছবির গল্প। কবীর খান সেটাকে ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধের পটভূমিতে নিয়ে এসে সাজিয়েছেন। ‘টিউবলাইট’-এ প্রথমবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করবেন সলমনের মা সলমা খান। ঈদে ছবি মুক্তি পাওয়ার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE