Advertisement
E-Paper

প্রতিনিয়ত খুনের হুমকি, এর মাঝেই মুম্বইয়ের ফ্ল্যাট বিক্রি করলেন সলমন, নিলেন বড় সিদ্ধান্ত

অভিযোগ, সলমনের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় গুলি করে হত্যা করা হয় রাজনীতিবিদ বাবা সিদ্দিকিকে। এ সব চর্চার মধ্যেই শোনা যাচ্ছে, নিজের বান্দ্রা ওয়েস্টের একটি ফ্ল্যাট বিক্রি করে দিলেন অভিনেতা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ২১:১২
Salman Khan Sells Apartment In Mumbai\\\'s Bandra West For rupees 5.35 Crore

হঠাৎ কেন ফ্ল্যাট বিক্রির সিদ্ধান্ত নিলেন সলমন? ছবি: সংগৃহীত।

গত এক বছর ধরে সলমনকে ধাওয়া করে বেড়াচ্ছে লরেন্স বিশ্নোইয়ের হুমকি। অভিনেতার পরিবারও রয়েছে তাদের নিশানায়। এমনকি, একটা সময়ে সলমনের বাড়ির সামনেও তারা গুলিবর্ষণ করেছিল। তার পরে ‘গ্যালাক্সি’র জানলায় বসেছে বুলেটপ্রুফ কাচ। এমনকি, সলমনের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় গুলি করে হত্যা করা হয় রাজনীতিবিদ বাবা সিদ্দিকিকে। এ সব চর্চার মধ্যেই শোনা যাচ্ছে, নিজের বান্দ্রা ওয়েস্টের একটি ফ্ল্যাট বিক্রি করে দিলেন ৫.৩৫ কোটি টাকায়।

সলমন নিজে থাকেন বান্দ্রা এলাকায় সমুদ্রমুখী ‘গ্যালাক্সি’ আবাসানের এক কামরার ফ্ল্যাটে। যদিও মুম্বই শহরে বিভিন্ন জায়গায় ফ্ল্যাট আছে তাঁর। এ ছাড়াও, পানভেলে একটি খামারবাড়ি আছে অভিনেতার। এ বার ‘গ্যালাক্সি’ আবাসন থেকে প্রায় দু’কিলোমিটার দূরে অবস্থিত বিলাসবহুল ফ্ল্যাটটি বিক্রি করে দেন অভিনেতা। প্রায় ১৩১৮ বর্গফুটের এই ফ্ল্যাটের বিক্রির রেজিস্ট্রেশন মূল্যই প্রায় ৩২ লক্ষ টাকা। বান্দ্রা ওয়েস্ট মুম্বইয়ের অন্যতম অভিজাত এলাকা। শাহরুখ খান থেকে আলিয়া ভট্ট, কৃতি শ্যাননরা প্রায় অধিকাংশ তারকাই ওই এলাকার বাসিন্দা। কিন্তু, কেন হঠাৎ নিজের এই ফ্ল্যাটটা বিক্রি করলেন অভিনেতা তার নেপথ্যের কারণ অজানা।

Salman Khan Mumbai Flat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy