Salman Khan's first ever income was rupees 75 in his life dgtl
বিনোদন
নায়ক হিসেবে প্রত্যাখ্যাত, ব্যাকগ্রাউন্ড ডান্সার সলমনের প্রথম উপার্জন ছিল ৭৫ টাকা!
নিজস্ব প্রতিবেদন
২০ জানুয়ারি ২০২১ ১৬:০৩
Advertisement
১ / ১১
সলমন খান আশৈশব বৈভবের মধ্যেই বড় হয়েছেন। কিন্তু একটা সময়ের পর থেকে তিনি নিজেই উপার্জনে আগ্রহী হন।
২ / ১১
তরুণ বয়সে নিজের পকেটমানি নিজেই উপার্জন করার জন্য ভাবনা চিন্তা শুরু করেন সলমন। কিছু বন্ধুর সঙ্গে তিনি গিয়েছিলেন এক না্মী হোটেল, ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে।
Advertisement
Advertisement
৩ / ১১
তখন ইন্ডাস্ট্রি থেকে সলমন বহু দূরে। এই অনুষ্ঠানও ছিল ছবির জগতের বাইরের। সেখানেই ব্যাকগ্রাউন্ড নাচের শিল্পী হিসেবে তাঁর পারিশ্রমিক ছিল ৭৫ টাকা।
৪ / ১১
তাঁর দ্বিতীয় পারিশ্রমিক ছিল ৭৫০ টাকা। একটি ঠান্ডা পানীয়ের বিজ্ঞাপনে তিনি অভিনয় করেছিলেন।
Advertisement
৫ / ১১
সলমন খান যখন প্রথম অভিনয়ে আসেন, তখন সানি দেওল এবং সঞ্জয় দত্তের কেরিয়ার মধ্যগগনে। তাঁদের পাশে নবাগত সলমনকে দুর্বল বলে মনে হয়েছিল পরিচালক প্রযোজকদের।
৬ / ১১
ফলে অভিনয়ের সুযোগ না পেয়ে বাবা সেলিম খানের সহকারী হিসেবে কাজ করতে থাকেন সমন। ‘ফলক’ ছবিতে বাবাকে সাহায্য করে তিনি পারিশ্রমিক পান ১৫০০ টাকা।
৭ / ১১
এর পর সহকারী হিসেবে তিনি বহু ইউনিটে ১৫০০ টাকায় কাজ করেন।
৮ / ১১
কয়েক বছরের মধ্যে তাঁর পারিশ্রমিক পৌঁছয় ৭৫ হাজার টাকায়। জীবনের প্রথম ছবি ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ থেকে তিনি এই অর্থই পেয়েছিলেন।
৯ / ১১
১৯৮৯ সালে মুক্তি পায় ছবিটি। তখনকার নিরিখে তাঁর পারিশ্রমিকের অঙ্ক নেহাত কম ছিল না।
১০ / ১১
এখন শোনা যায়, ‘বিগ বস’-এর প্রতি পর্বের জন্য তিনি ১৬ কোটি টাকা পান।
১১ / ১১
পাশাপাশি, ছবি পিছু তাঁর পারিশ্রমিক ৮০ কোটি টাকা। ৭৫ টাকা উপার্জন থেকে যাত্রা শুরু করা সলমন এখন নিজেই ইন্ডাস্ট্রিতে একটি প্রতিষ্ঠান।