নিত্যদিন মৃত্যুভয়। কড়া পাহারার মধ্যে থাকতে হয় অভিনেতা সলমন খানকে। বার বার এই খবরই উঠে আসে শিরোনামে। তবে আপাতত খান পরিবারে আনন্দের মরসুম। বাড়িতে বিয়ের সানাই! বাগ্দান সারলেন সলমনের ভাগ্নে অয়ন অগ্নিহোত্রী। সুখবর নিজেই ভাগ করে নিয়েছেন তিনি।
বাগ্দান সারলেন সলমনের ভাগ্নে। ছবি: সংগৃহীত।
এই ছবি ছড়িয়ে পড়ার পর থেকে আবার সমাজমাধ্যমে প্রশ্ন, ভাগ্নেও বিয়ে করে ফেললেন। তা হলে মামার বিয়ে কবে হবে? যদিও সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। সর্বক্ষণ কড়া নজরদারির বাইরে বিয়ের আবহে পরিবারের সবাই বেশ খুশি। সদ্য ‘বিগ বস্ ১৯’-এর সঞ্চালনার কাজ শেষ করেছেন নায়ক। তার পরেই ধুমধাম করে নিজের জন্মদিন পালন করেছেন।
এরই মধ্যে নিজের একাকিত্বের কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেতা। বলেছিলেন, ‘‘গত ২৫ বছরে কারও সঙ্গে নৈশভোজে যাইনি। কাজ ও শুটিংয়েই কেটে যাচ্ছে জীবন। হয় শুটিংসেটে রয়েছি, নয়তো বাড়িতে, নয়তো কোনও হোটেলে। জীবনযাপনের এমন সীমাবদ্ধতার জন্য বহু বন্ধুকে হারিয়েছি। শুধু তা-ই নয়, এখন হাতে গোনা চার-পাঁচটে বন্ধুই রয়েছে আমার।’’ যদিও অভিনেতা তাঁর অনুরাগীদের প্রতি কৃতজ্ঞ, বছরের পর বছর ধরে এ ভাবে তাঁর পাশে থাকার জন্য। আসলে খ্যাতির সঙ্গে যে বিড়ম্বনাও আসে, সেই কাহিনিই তুলে ধরেছেন সলমন।