Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৩ ডিসেম্বর ২০২১ ই-পেপার

পরিবারই সলমনের সাপোর্ট পিলার

সংবাদ সংস্থা
২৫ নভেম্বর ২০১৫ ১৩:৫৬
ছবি: ইন্সটাগ্রামের সৌজন্যে।

ছবি: ইন্সটাগ্রামের সৌজন্যে।

পরিবার সলমন খানের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এ কথা আগেও বহু বার বলেছেন ভাইজান। বাবা সেলিম খানের জন্মদিনে সোশাল মিডিয়ায় গ্রুপফি শেয়ার করে ফের একবার সে কথা মনে করিয়ে দিলেন সল্লু মিঞা। গতকাল ছিল সেলিম খানের ৮০তম জন্মদিন। আরবাজ খানে ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে সেলিমের সঙ্গে তিন ‘খান ব্রাদার’কে দেখা যাচ্ছে। সলমনের কথায়, ‘‘বাবা আমার কাছে সব কিছু। আমার পরিবার আমার সাপোর্ট পিলার। তাঁরা না থাকলে আমি এ জায়গায় এসে পৌঁছতাম না।’’ আরবাজ জানিয়েছেন, ‘‘বাবার ৮০ বছর বয়স হল। উনি আমাদের সকলের অনুপ্রেরণা।’’

বলিউডের খান ভাইরা যেভাবে সকলে একসঙ্গে থাকেন তা সকলের কাছেই অনুপ্রেরণা। জানেন কী ভাবে এই স্পিরিট ধরে রেখেছেন তাঁরা? সল্লু মিঞার কথায়, ‘‘আমি জানি এখনকার দিনে জয়েন্ট ফ্যামিলিতে থারা সব সময় সম্ভব নয়। ঘরের সাইজ ছোট ছোট, কিন্তু সদস্য সংখ্যা বাড়তে থাকে। তবে একই ছাদের তলায় থেকে সম্পত্তির জন্য একে অপরের সঙ্গে রেষারেষি করার চেয়ে আলাদা থেকে একে বিপদে অপরের পাশে থাকা ভাল।’’

Advertisement

আরও পড়ুন

Advertisement