সোমবার সকালে ঈশা ফাউন্ডেশনের অন্দরেই বিয়ে সারেন অভিনেত্রী সমান্থা রুথ প্রভু। নাগ চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পরে একটা দীর্ঘ সময় মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছেন সমান্থা। সে কথা নিজেই স্বীকার করেছিলেন তিনি। এ বার রাজ নিদিমোরুর সঙ্গে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন। তার পরেই সমান্থাকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন তাঁর একদা ঘনিষ্ঠ রূপটানশিল্পী সাধনা সিংহ।
সোমবার রাজ-সমান্থার বিয়ের দিন সাধনা সমাজমাধ্যনে লেখেন, ‘‘ভিলেন হয়ে ভালই ভিক্টিম সাজছে এখন।’’ নিমেষে ভাইরাল হয়ে যায় এই পোস্ট। একসময়ে সমান্থা অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন সাধনার। নায়িকার কাছের মানুষ হয়ে উঠেছিলেন সাধনা। বিশেষ করে নাগ চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তাঁদের বন্ধুত্ব আরও গাঢ় হয়। সমান্থা-সাধনার সঙ্গে ছিলেন আর এক বন্ধুও। তিনি প্রীতম জুকালকের। নাগের সঙ্গে বিচ্ছেদের পর প্রীতমের সঙ্গে অভিনেত্রীর বন্ধুত্বের গভীরতা নিয়ে জোর চর্চা হয়েছিল। রটে গিয়েছিল, তাঁরা নাকি সম্পর্কে রয়েছেন! আর প্রীতম, সমান্থার সম্পর্কের রটনায় সাধনার সঙ্গে নায়িকার দূরত্ব বাড়তে থাকে। একসময় সমান্থার সঙ্গ ছাড়েন সাধনা। সমাজমাধ্যম থেকেও তিনি সরিয়ে দেন অভিনেত্রীকে।
কিন্তু তার পরে সমান্থার বিয়ের দিন এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর থেকেই নাকি খুনের হুমকি পাচ্ছেন নাকি সাধনা। যদিও তিনি ভয়ে চুপ করে যাওয়ার পাত্রী নন বলে জানান। যারা তাঁকে ভয় দেখাচ্ছে তাদের পাল্টা জবাবও দিয়েছেন সাধনা। তিনি সমাজমাধ্যমেই উত্তর দিয়ে লেখেন, “এই হচ্ছে শিক্ষিত, হতাশায় ভোগা মানুষের উদাহরণ, যাদের মস্তিষ্ক বলে কিছু নেই। সারাদিন আমার খোঁজখবর নিয়ে খুনের হুমকি দিয়ে যাচ্ছে।’’ কারও উদ্দেশে আবার সাধনা লেখেন, তাঁরা মিছেই সময় নষ্ট করছেন তাঁর পিছনে।