Advertisement
E-Paper

দ্বিতীয় বিয়ে করছেন নাগা! প্রাক্তন স্বামীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সামান্থার

সম্পর্কে থাকাকালীন সামান্থার কথায় প্রায়ই উঠে আসত নাগার প্রসঙ্গ। প্রেমে মাখা অভিব্যক্তিতে ভালবাসার কথা বলতেন অভিনেত্রী। কিন্তু সেই সম্পর্ক টেকেনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৮:৩৯
Samantha Ruth Prabhu made a comment on her ex husband Naga Chaitanya

স্বামীর দ্বিতীয় বিয়ের আগেই বিস্ফোরক সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত।

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। আগামী ৪ ডিসেম্বর বসছে বিয়ের আসর। অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে দাম্পত্যে ইতি টেনে শোভিতার সঙ্গে নতুন অধ্যায় শুরু করেছিলেন নাগা। সেই প্রেমকে এ বার পরিণতি দিতে প্রস্তুত দক্ষিণী অভিনেতা। বিয়ের হইচইয়ের মধ্যেই চর্চায় উঠে এসেছে সামান্থার বিস্ফোরক মন্তব্য।

সম্পর্কে থাকাকালীল, সামান্থার কথায় প্রায়ই উঠে আসত নাগার প্রসঙ্গ। প্রেমময় অভিব্যক্তিতে ভালবাসার কথা বলতেন অভিনেত্রী। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। তাই কি প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ের আগে সামান্থার এই মন্তব্য? প্রশ্ন উঠছে নেটমহলে।

কী বলেছেন সামান্থা? কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ওয়েব সিরিজ় ‘সিটাডেল হানি বানি’। এই সিরিজ় সংক্রান্ত একটি চ্যাট শোয়ে সামান্থার মন্তব্য নজর কেড়েছে। উপস্থিত ছিলেন বরুণ ধওয়ানও। বরুণ সামান্থাকে প্রশ্ন করেন, “কোথায় অর্থ্য ব্যয় করে মনে হয়েছে, অপ্রয়োজনীয় জায়গায়া টাকা খরচ করলে?” এর উত্তরে সামান্থা জানান, প্রাক্তনকে দামি দামি উপহার কিনে দেওয়া অপ্রয়োজনীয় খরচ ছিল।

নাগার বিয়ের ঠিক আগেই অভিনেত্রীর এই মন্তব্যে নেটপাড়ার বাসিন্দারা মনে করছেন, এখনও সামান্থার হৃদয়ের ক্ষত সেরে ওঠেনি। পুরনো সম্পর্কের কথা হয়তো ভুলতে পারেননি অভিনেত্রী। কর্ণ জোহরকে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি জানিয়েছিলেন, তাঁর হৃদয়ে পৌঁছনোর দরজা চিরকালের মতো বন্ধ হয়ে গিয়েছে।

দক্ষিণী রীতি মেনেই শোভিতা ও নাগা চৈতন্যের বিয়ে হচ্ছে। ৪ ডিসেম্বরের জন্য একটু একটু করে সেজে উঠছে আক্কিনেনিদের অন্নপূর্ণা স্টুডিয়ো। হায়দরাবাদের বান্‌জারা হিল্‌সে ২২ একর জুড়ে অবস্থিত পারিবারিক এই স্টুডিয়োয় নাগা-শোভিতার বিবাহবাসর বসতে পারে। জানা গিয়েছে, সমস্ত আচার অনুষ্ঠান পালিত হবে শোভিতাদের পরিবারের নিয়ম অনুসারে।

Samantha Ruth Prabhu Naga Chaitanya Sobhita Dhulipala
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy