আরও একটি মামলার জন্য সময় রায়নাকে প্রস্তুত থাকতে হবে। এমন হুঁশিয়ারি দিলেন যুজ়বেন্দ্র চহল।
সম্প্রতি সময় রায়নার পডকাস্টে উপস্থিত ছিলেন ক্রিকেটতারকার চর্চিত প্রেমিকা আরজে মহাবশ। সেই কথোপকথনের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। সেখানে যুজ়বেন্দ্রের প্রাক্তন স্ত্রী অর্থাৎ ধনশ্রী বর্মাকে নিয়েও খোঁচা দেন সময়। বিবাহবিচ্ছেদের পরে চার কোটি টাকা খোরপোশের কথাও উঠে আসে। এর মধ্যেই সময় তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি ভাগ করে নেন। এই ছবির জন্য ফের আইনি গেরোয় পড়তে পারেন সময়, সাবধান করেছেন ‘বন্ধু’ যুজ়বেন্দ্র।
ছবিটিতে দেখা যাচ্ছে, ভিডিয়ো কলে কথা বলছেন সময় ও যুজ়বেন্দ্র। সেখানে দু’জনেই খুব হাসছেন। এই ভিডিয়ো কলের একটি প্রতিচ্ছবি (স্ক্রিনশট) ভাগ করে নিয়ে সময় তাঁর স্টোরিতে লেখেন, “লভ ইউ মাই সুগার ড্যাডি”। এই প্রতিচ্ছবি আবার নিজের সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে ক্রিকেটতারকা লেখেন, “আবার একটি মামলার জন্য প্রস্তুত থাকো।”
আরও পড়ুন:
বিবাহবিচ্ছেদের পরে চার কোটি টাকা খোরপোশ নেন ধনশ্রী। তার পরে যুজ়বেন্দ্র একটি টিশার্ট পরে আদালতে গিয়েছিলেন। সেখানে লেখা ছিল— ‘বি ইয়োর ওন সুগার ড্যাডি’। অর্থাৎ নিজের আর্থিক দায়িত্ব নিজেই নেওয়ার কথা বলেছিলেন তিনি। তাই ফের যুজ়বেন্দ্রকে ‘সুগার ড্যাডি’ বলেও সম্বোধন করেছেন সময়। আর এই দেখে ক্রিকেটতারকার অনুমান, এ বার সময়ের বিরুদ্ধে মামলা করতে পারেন ধনশ্রী।
সময়ের এই পোস্ট দেখে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন ধনশ্রী। তিনি কিছু দিন আগেই দাবি করেছিলেন, বিয়ের দু’মাসের মধ্যে প্রতারণা করেছিলেন যুজ়বেন্দ্র চহল। সময়ের পোস্টের কিছু ক্ষণের মধ্যেই নিজের পোষ্য কুকুরের একটি ছবি ভাগ করে নেন ধনশ্রী। সেই সঙ্গে ক্যাপশনে লেখেন, “চিন্তা কোরো না বন্ধুরা। আমার মায়ের সময় ভালই যাচ্ছে।” নেটাগরিকের মত, সময়কে পাল্টা খোঁচা দিতেই এই পোস্ট করেছেন অভিনেত্রী।