দেবী দুর্গার আবাহনে এ বছরেও চারটি ছবি ছিল। ‘রঘু ডাকাত’, ‘রক্তবীজ ২’, ‘যত কাণ্ড কলকাতাতেই’, ‘দেবী চৌধুরাণী’। খবর, তালিকার প্রথম ছবির ‘রঘু’, দ্বিতীয় ছবির খলনায়ক ‘মুনির আলম’ এবং চতুর্থ ছবির ‘ভবানী পাঠক’ এবং ‘দেবী চৌধুরাণী’ রেড রোড কার্নিভালে যোগ দিচ্ছেন।
তা হলে কি বাকিরাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আয়োজিত এই শোভাযাত্রায় যোগ দেবেন?
সবিস্তার জানতে চারটি ছবির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছিল আনন্দবাজার ডট কম। পর্দার ‘রঘু ডাকাত’ দেব শাসকদলের সাংসদ অভিনেতা। তিনি রাজ্য সরকারের তরফ থেকে ব্যক্তিগত ভাবে আমন্ত্রিত। কিন্তু তাঁকে কোনও ট্যাবলোতে দেখা যাবে কি না, সে খবর এখনও জানা যায়নি। একই ভাবে, ছবির বাকি অভিনেতা বা কলাকুশলীরা এই উদ্যাপনে যোগ দেবেন কি না, সেটাও এখনও স্থির করা হয়নি।
একই ভাবে জানা গিয়েছে, ‘রক্তবীজ ২’-এর খলনায়ক অঙ্কুশ হাজরা কার্নিভালে যোগ দিচ্ছেন। সেই কারণে এ দিনের ছবির প্রচারে থাকছেন না তিনি। এ ছাড়া, ছবির অন্যতম অভিনেত্রী দেবলীনা কুমারও ব্যক্তিগত ভাবে এই উদ্যাপনে উপস্থিত থাকতে পারেন। কারণ, তাঁর বাবা দেবাশিস কুমার শাসকদলের বিধায়ক।
‘দেবী চৌধুরাণী’র তরফ থেকে বক্তব্য জানান পরিচালক শুভ্রজিৎ মিত্র। তাঁর কথায়, “আমাদের স্পনসর করেছে ‘নোয়াপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি’। তা ছাড়া, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় ব্যক্তিগত আমন্ত্রণ পেয়েছেন।” তাই তাঁরা উপস্থিত থাকবেন। পুজো কমিটির ট্যাবলো যখন যাবে, তখন ওঁরা যোগ দিতে পারেন।
দেবী দুর্গার বিসর্জনের উদ্যাপনের সঙ্গে কোনও ভাবেই যুক্ত নেই অনীক দত্তের ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবির সদস্যরা। প্রযোজক ফিরদৌসুল হাসানের কথায়, “কোনও বছরেই আমন্ত্রণ পাই না। এ বছরেও তা-ই। ফলে, উদ্যাপনে যোগদানের প্রশ্ন নেই।”
খবর, এ বছরের রাজ্য সরকার আয়োজিত ‘রেড রোড কার্নিভাল’-এ ১১৩টি পুজো কমিটি যোগ দিচ্ছে। থাকবেন শাসকদলের অভিনেতা-বিধায়ক, কাউন্সিলর এবং সাংসদেরা। থাকবেন শাসকদল ঘনিষ্ঠ বিনোদন দুনিয়ার বহু খ্যাতনামী। সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দিতে দেখা যেতে পারে তাঁদের।