Advertisement
E-Paper

বলছেন তিনি ‘সঞ্জয়-কন্যা’, প্রশ্ন ‘ইন্দু’তে

মধুরের এই ছবির পিছনে কংগ্রেস অবশ্য রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে। এর মধ্যেই হঠাৎ করে প্রিয়া সিংহ পলের আবির্ভাব। তাঁর আইনজীবী তনভির নিজাম আজ জানান, তিনি যে সঞ্জয়ের মেয়ে, তা প্রমাণ করতে প্রিয়া সোমবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৭ ০৫:০০
‘ইন্দু সরকার’-এর ভূমিকায় কীর্তি কুলহারি। ছবি: সংগৃহীত।

‘ইন্দু সরকার’-এর ভূমিকায় কীর্তি কুলহারি। ছবি: সংগৃহীত।

মধুর ভাণ্ডারকরের ‘ইন্দু সরকার’ ছবি নিয়ে বিতর্ক কম ছিল না। এ বারে বোমা ফাটিয়েছেন প্রিয়া সিংহ পল নামে গুরুগ্রামের এক মহিলা। নিজেকে সঞ্জয় গাঁধীর মেয়ে বলে দাবি করে তিনি মধুরের ওই ছবিটি নিয়ে আপত্তি জানিয়েছেন। তাঁর দাবি, তাঁর বাবাকে যাতে খারাপ ভাবে দেখানো না হয়, তার জন্য আগে তাঁকে এই ছবিটি দেখানো হোক। এর আগে একই রকম আপত্তি তুলে সেন্সর বোর্ডকে চিঠি লিখেছিলেন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম। মধুর জানিয়েছেন, তাঁর ছবিটি কাল্পনিক। ছবি মুক্তির আগে কাউকেই আলাদা করে দেখাবেন না।

মধুরের এই ছবির পিছনে কংগ্রেস অবশ্য রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে। এর মধ্যেই হঠাৎ করে প্রিয়া সিংহ পলের আবির্ভাব। তাঁর আইনজীবী তনভির নিজাম আজ জানান, তিনি যে সঞ্জয়ের মেয়ে, তা প্রমাণ করতে প্রিয়া সোমবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করবেন। জানাবেন তাঁর জন্মের কথা, পরবর্তী কালে অন্যকে দত্তক দেওয়ার কথা। সঞ্জয় গাঁধীর বন্ধুরাও থাকবেন সেখানে। তনভির বলেন, ‘‘মধুর বলছেন ছবিটি কাল্পনিক। কিন্তু ট্রেলারে অভিনেতাদের সঙ্গে সঞ্জয়-ইন্দিরার চেহারার মিল রয়েছে।’’

Indu Sarkar Sanjay Gandhi Madhur Bhandarkar ইন্দু সরকার সঞ্জয় গাঁধী Priya Singh Paul Gurgaon Central Board of Film Certification Pahlaj Nihalani
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy