মাঝখানে মাস দেড়েকের বিরতি। ফের দেখা মিলল তাঁর। তিনি এলেন, নাচলেন আর জয় করলেন। তিনি আর কেউ নন, মধ্যপ্রদেশের বিদিশা শহরের সঞ্জীব শ্রীবাস্তব থুড়ি ডাব্বু। গোটা দেশ এখন তাঁকে একডাকে চেনে ‘ডান্সিং ফুফা’ বা ‘ডান্সিং আঙ্কল’ নামেই। আসরে নেমেই নিজের ক্যারিশমায় ফের খবরের শিরোনামে চলে এসেছেন ডাব্বু।
শুরুটা অবশ্য অনেক দিন আগে। তবে লাইমলাইটে আসা গোবিন্দর ‘খুদগর্জ’ ছবির জনপ্রিয় গান ‘আপ কে আ জানে সে’ দিয়ে। গত ২৬ মে সেই গানের সঙ্গে সঞ্জীবের নাচের ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই রাতারাতি সেলিব্রিটি হয়ে গিয়েছিলেন তিনি। এ বার বাজারে থুড়ি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সঞ্জীবের আরও একটি ভিডিয়ো। তবে, এ বার গোবিন্দ নয়, ‘ডাব্বু আঙ্কল’ বেছে নিয়েছেন বলিউডের ‘ডান্সিং লেজেন্ড’ হৃতিক রোশনকে। হৃতিকের সুপারহিট ছবি ‘কাহো না প্যায়ার হ্যায়’-র টাইটেল ট্র্যাকের সঙ্গে কোমড় দোলাতে দেখা গিয়েছে সঞ্জীবকে।
দেখুন ভিডিয়ো:
डान्स के महादेव @iHrithik को ये विडीओ अर्पित।#sanjeevshrivastva #dancinguncle pic.twitter.com/qPU3GV8FZS
— Sanjeev Shrivastava (@DabbutheDancer) July 3, 2018
টুইটারে গত ৩ জুলাই ভিডিয়োটি ছেড়েছিলেন সঞ্জীব। এখনও পর্যন্ত ভিডিয়োতে লাইকের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে। প্রশংসার বন্যা বয়ে গিয়েছে কমেন্ট বক্সে। তবে হৃতিকের কমেন্টের জন্যই প্রতীক্ষা করে আছেন বলে জানিয়েছেন তিনি। ভিডিয়োর ক্যাপশনেও লিখেছেন, ‘‘ডান্স কে মহাদেব, হৃতিককো সমর্পিত।’’
আরও পড়ুন:
‘আমায় এত ভাল নকল কোনও নায়কও করতে পারেনি’
‘সঞ্জু’ ছবির এই মারাত্মক ভুলগুলি খেয়াল করেছেন কি?
সেলিব্রিটি তকমা পাওয়ার পর এখনও পর্যন্ত গোবিন্দ ছাড়াও সলমন খান, নীলম ও সুনীল শেট্টির সঙ্গে কথা হয়েছে ডাব্বু আঙ্কলের। তাঁর নাচের ভূয়সী প্রশংসা করে টুইটও করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। এ বার কি পালা হৃতিকের? প্রতীক্ষার প্রহর গুনছেন ‘ডান্সিং আঙ্কল’।