ফের স্বমহিমায় ফিরল ‘সরকার’। সদ্য মুক্তি পেয়েছে রামগোপাল ভার্মার ‘সরকার ৩’ ছবির ট্রেলার। সেখানে সুভাষ নাগরের চরিত্রে অমিতাভ বচ্চন যেন আরও বেশি আকর্ষণীয়, তাঁর ক্যারিশমা আরও অনেকটা বেশি। এই ছবিতে বিগ-বি যেন আরও বেশি রাগী। ছবির ট্যাগলাইন যেখানে ‘অ্যাঙ্গরিয়ার দ্যান এভার’, সেখানে বিগ-বি’র লুক আর অভিনয় আরও অনেক বেশি ভয়ঙ্কর হবে সেটাই তো স্বাভাবিক। ছবির ট্রেলারই তা বুঝিয়ে দিচ্ছে।
আরও পড়ুন: সম্বন্ধ করে বিয়ে করেছিলেন এই বলি-তারকারা
ট্রেলারে দেখা যাচ্ছে, সুভাষ নাগরের দুই ছেলে বিষ্ণু, শঙ্কর দু’জনই মারা গিয়েছে। দুই সন্তানকে হারিয়ে এ বার আরও ভয়ঙ্কর সুভাষ নাগরে। অনেকটা হিংস্র বাঘের মতো। আর ঠিক সেখান থেকেই শুরু রামগোপাল ভার্মার ‘সরকার’ সিরিজের তৃতীয় ছবি। এই ছবিতে অমিতাভের নাতির চরিত্রে দেখা যাবে অমিত সাধকে। ইতিমধ্যেই ট্রেলারে তাঁর উপস্থিতি ছবিতে তাঁর গুরুত্বের জানান দিয়েছে। এ ছাড়াও এই ছবিতে রয়েছেন জাঁদরেল সমস্ত অভিনেতা। ‘সরকার ৩’—এ দেখা যাবে মনোজ বাজপেয়ী, জ্যাকি শ্রফ, রণিত রায় ও সুপ্রিয়া পাঠককে। এ ছাড়া একটি বিশেষ চরিত্রে দেখা যাবে ইয়ামি গৌতমকেও। এই ছবির ট্রেলারটি টুইটারে পোস্ট করেছেন পরিচালক নিজে। রামগোপাল ভার্মার ‘সরকার ৩’ মুক্তি পেতে চলেছে আগামী ৭ এপ্রিল।
দেখুন ছবির ট্রেলার
Amitabh Bachchan in and as SARKAR in SARKAR 3 Trailer.... May the POWER be with you... https://t.co/ZuUM8b0lJa
— Ram Gopal Varma (@RGVzoomin) March 1, 2017