২০২০ জুড়ে বলিউডে যেন মৃত্যু মিছিল। এ বার বিদায় নিলেন ‘মাস্টারজি’ সরোজ খান। বলিউড শোক ভোলার সময়ও পাচ্ছে না!
২০ জুন সরোজ খানের হাসপাতালে ভর্তির খবর ছড়াতেই আশঙ্কায় কেঁপেছিল বলিউড। পরিবারের তরফে থেকে অবস্থা স্থিতিশীল জানানোয় সাময়িক দুশ্চিন্তামুক্ত হয়েছিলেন সবাই। সেই নিশ্চিন্ততা যে দু’দিনের, সেটাই যেন প্রমাণ করল ২ জুলাই। গভীর রাতের এই মৃত্যু ৩ জুলাইয়ের সকালে উঠে পাওয়ার পরেই অমিতাভ বচ্চন, রেমো ডি’সুজা, অনুপম খের, মনীষা কৈরালা, মনোজ বাজপেয়ী, রীতেশ দেশমুখ, তাপসী পান্নু, সুনীল গ্রোভার, নীল নীতিন মুকেশ, কুণাল কোহালি, হনশল মেহতা, অহনা কুমরা, অক্ষয় কুমারের টুইট শোক হয়ে আছড়ে পড়েছে।
আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কোরিয়োগ্রাফার সরোজ খান