‘বব বিশ্বাস’-কে ফিরিয়ে আনছেন পরিচালক সপ্তাশ্ব বসু। বাংলায় তার নয়া অবতার ‘ডা. বক্সী’। পরিচালকের আগের ছবি 'প্রতিদ্বন্দ্বী'-তে বহু কার্যকলাপের প্রধান মাথা ছিল এই চরিত্র। ছবির শেষে তিনি জেলবন্দি হন। চিকিৎসকের শংসাপত্র হারিয়ে ফেলা ডাকসাইটে বক্সী কি এত সহজে নিভে যাবে? তারই উত্তর নিয়ে আসছে সপ্তাশ্বর আগামী ছবি। পরিচালকের দাবি, ওটিটি-র কল্যাণে এবং শাশ্বতর অভিনয়গুণে ‘ডা. বক্সী’ দর্শকের থেকে একই সঙ্গে ভয় ও ভালবাসা আদায় করে নিয়েছে। পাশাপাশি জনপ্রিয়তাও। তাই ‘বব বিশ্বাস’ যেমন হিন্দিতে প্রধান চরিত্র হয়ে ফিরেছে, তেমনই বাংলায় ‘ডা. বক্সী’-ও মুখ্য চরিত্র হয়ে ফিরতে চলেছে খুব শিগগিরি। নামভূমিকায় অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়। পরিচালক প্রাথমিক কথা বলেছেন বনি সেনগুপ্তের সঙ্গেও। সব ঠিক থাকলে তিনিও থাকবেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। একই সঙ্গে পরিচালকের দাবি, তাঁর এই ছবি সম্ভবত বাংলায় প্রথম ‘স্পিন অফ’ হতে চলেছে। ঠিক যেমন হলিউডে ‘অ্যাভেঞ্জার্স’-এর ‘স্পিন অফ’ ‘লোকি।’
কবে ফিরছেন ‘ডা. বক্সী’? চলতি বছরে সপ্তাশ্ব হাত দিয়েছেন তাঁর নতুন ভৌতিক-রহস্য রোমাঞ্চ ছবি ‘জতুগৃহ’ পরিচালনায়। ইতিমধ্যেই সেই ছবির পাহাড়ি অংশের শ্যুট শেষ হয়েছে কালিম্পঙে। কলকাতার শ্যুট শুরু হবে অগস্টে। পাশাপাশি, শাশ্বতও দেশের বাইরে। কঙ্গনা রানাউত, অর্জুন রামপালের সঙ্গে ‘ধক্কড়’ ছবির শ্যুটে বুদাপেস্টে রয়েছেন। তাই সপ্তাশ্বের মতে, পরের ছবির কাজ শুরু হতে হতে শীত এসে যাবে। অর্থাৎ, নভেম্বর-ডিসেম্বরে তিনি ‘ডা. বক্সী’-কে নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। শ্যুট হবে কলকাতায় এবং শহরের বাইরে। পরিচালকের আরও দাবি, আগামী বছরের গরমের ছুটিতে ছবি মুক্তির ইচ্ছে আছে তাঁর। ‘‘আশা, তত দিনে করোনার প্রকোপ কমবে। সব বয়সের দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখতে পারবেন। 'ডা. বক্সী' আরও জনপ্রিয় হবে,’’ এমনটাই বলছেন সপ্তাশ্ব।