ভুগছিলেন অনেক দিন ধরেই। কিন্তু স্বপ্ন দেখা ছাড়েননি। শনিবার প্রয়াত হন সতীশ শাহ। বহু ছবি ও ধারাবাহিকে কাজ করেছিলেন তিনি। ইচ্ছে ছিল আরও বেশ কিছু কাজ করবেন। নিয়েছিলেন বিশেষ প্রস্তুতিও।
অভিনেতা রাজেশ কুমার জানিয়েছেন, কি়ডনি প্রতিস্থাপনের পরে ক্রমশ সুস্থ হয়ে উঠছিলেন সতীশ। ক্যামেরার সামনে ফের দাঁড়ানোর পরিকল্পনা করছিলেন তিনি। চুল দাড়ি পেকে গিয়েছিল তাঁর। তবে সেই কাঁচাপাকা চুল নিয়েই ফের অভিনয়ে ফেরার ইচ্ছে ছিল সতীশের। এমনই একটি ছবি ভাগ করে নিয়েছেন রাজেশ কুমার।
ছবিতে দেখা যাচ্ছে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজস্বী তুলছেন সতীশ। তাঁর পরনে কালো প্যান্ট ও হলুদ রঙের টিশার্ট। ধূসর চুল ও গোঁফ। এমন বেশেই নাকি অভিনয়ে ফিরতে চেয়েছিলেন তিনি। ছবিটির মধ্যেও সতীশের অদম্য ইচ্ছে প্রকাশ পায়। ছবির সঙ্গে রাজেশ লেখেন, “আমরা এই নিয়ে কথাও বলেছিলাম কয়েক দিন আগেই।”
আরও পড়ুন:
‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকে সতীশের পুত্রের চরিত্রে অভিনয় করেছেন রাজেশ। তাই সতীশকে বাবা সম্বোধন করে তিনি লেখেন, “বাবা, তুমি মিথ্যেবাদী। তুমি বলেছিলে, তুমি ফিরে আসবে। কখনওই ভাবিনি, তুমি আমাদের পিছনে ফেলে এই ভাবে চলে যাবে। তোমায় খুব মনে পড়ছে। আমি ক্ষমাপ্রার্থী, আমি তোমার সঙ্গে দেখা করার পরিকল্পনা পিছিয়েছিলাম। সব সময় তোমার মতো হাসার চেষ্টা করব।”
উল্লেখ্য, শনিবার দুপুর দুটো-আড়াইটে নাগাদ মধ্যাহ্নভোজ করছিলেন বর্ষীয়ান অভিনেতা। তখনই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। সতীশের আপ্তসহায়ক সংবাদমাধ্যমকে বলেছেন, “কাল দুপুরের খাওয়াদাওয়ার সময়ে ঘটনাটি ঘটে। এক গ্রাস খাবার মুখে তোলার পরেই অচেতন হয়ে পড়েন তিনি। আধ ঘণ্টা লেগে যায় অ্যাম্বুল্যান্স আসতে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।”